Alapon

কোটা সংস্কার আন্দোলন কেন যৌক্তিক?

১. কোটা বিরোধী চেতনাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল অনুপ্রেরণা। 
২. মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন সমাজ গড়ার জন্য যুদ্ধ করেছিলেন। 
৩. কোটার কারণে প্রশাসন আজ মেধাহীন হয়ে পড়েছে। 
৪. মেধাভিত্তিক প্রশাসন ব্যতীত উন্নত জাতিগঠিত হচ্ছে না।
৫. কোটার কারণে মেধার অবমূল্যায়ন হচ্ছে। 
৬. মেধাবীরা দলে দলে বিদেশে পাড়ি জমাচ্ছেন।
৭. কোটাধারী অযোগ্য প্রশাসন এক এক করে দেশের সমস্ত মৌলিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। 
৮. কোটাধারীদের পেশী শক্তির কাছে নিরীহ জনতা জিম্মী হয়ে পড়েছে। 
৯. কোটাধারীদের দৌরাত্ম্যের কাছে ন্যায় বিচার মুখ থুবড়ে পড়েছে। 
১০. কোটার কারণে লক্ষ লক্ষ উচ্চ শিক্ষিত যুবকের জীবনে বেকারত্বের অভিশাপ নেমে এসেছে।
১১. কোটার কারণে মা-বাবার রক্ত পানি করা শ্রম তিলে তিলে নিঃশেষিত হয়ে যাচ্ছে। 
১২. কোটা দেশকে “রডের বদলে বাঁশ” বানিয়ে পশ্চাদপদ করে রাখছে।
১৩. কোটা উচ্ছেদ ব্যতীত দ্রুত অগ্রসরমাণ উন্নত দেশগুলোর সাঁরিতে আমরা কোন দিন পৌঁছাতে পারবো না।
১৪. কোটার কারণে অনিশ্চিত অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যত চিন্তায় ছাত্রদের পড়াশুনা ক্ষতিগ্রস্থ হচ্ছে। 
১৫. কোটা একটি অগণতান্ত্রিক, অমানবিক, অবৈজ্ঞানিক প্রথা। যা একটি জাতির আত্মহননের শামিল। কারণ, একটি জাতিকে ধ্বংস করার জন্য তার মেধাবীদেরকে ধ্বংস করাই যথেষ্ট। 

এ সব চিন্তা করেই হয়ত প্রধানমন্ত্রী কোটা উচ্ছেদের পক্ষে সংসদে তাঁর ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। 
তাই এ দেশের প্রত্যেক বিবেকবান সচেতন ন্যায়বাদী নাগরিক কোটা সংস্কার আন্দোলনের পক্ষে। আপনার অবস্থান কী?

পঠিত : ৮২৮ বার

মন্তব্য: ০