Alapon

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৫০

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। 



৪ জুলাই (বুধবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রায় ১০-১৫ জন বহিরাগত ফুটবল খেলা শেষে ক্যাম্পাসের লেকে অশালীনভাবে গোসল করতে নামে।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, তারপর লেকপাড়ে বসে গাজাঁ সেবন করে।
গাজাঁ সেবনের পর তারা ভার্সিটির মেয়েদের টিস করে কথা বললে। এক বড় ভাই প্রতিবাদ জানালে তাকে সেখানেই মারধর করে বহিরাগতরা।এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়।


পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সহ  গোপালগঞ্জ-পিরোজপুর সড়ক অবরোধ করে রাখে। একপর্যায়ে তারা ক্যাম্পা সসংলগ্ন সোবাহান সড়কের দিকে মিছিলটি নিয়ে যায়। এসময় এলাকাবাসীর সাথে শিক্ষার্থীদের আবারও সংঘর্ষ বাধে। তখন এলাকাবাসীরা স্থানীয় মসজিদদের মাইকে ঘোষণা দিয়ে ক্যাম্পাসে আক্রমণ চালায়। এসময় তারা একটি মোটর সাইকেল, ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনাসহ গাছপালায় আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় প্রায় ৫০ জন আহত হয়েছে। 


বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্স পর্যন্ত রক্ষা পায়নি,এলাকাবাসীর কাছ থেকে।

পঠিত : ১২২১ বার

মন্তব্য: ০