Alapon

চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধ: আপনার কি কিছু এসে যায়?

মার্কিন পণ্যের উপর চীন পাল্টা শুল্ক আরোপ করার মধ্যে দিয়ে এই দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধ পুরোদমে শুরু হলো।

কিন্তু সাধারণ মানুষ কিভাবে এই যুদ্ধের ব্যাপারটা টের পাবে? তাদের পকেটে এর জন্য কি কোন টান পড়বে?

চীনা পণ্যের ওপর যে ৩ হাজার ৪শ' কোটি ডলারের শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র - তা গত রাত থেকে কার্যকর হয়েছে। আর চীনও তার জবাবে ৫৪৫টি মার্কিন পণ্যের ওপর একই রকম ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে - যার পরিমাণ সব মিলিয়ে ৩ হাজার ৪শ কোটি ডলারই হবে।

চীন বলছে, বিশ্বের অর্থনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধের শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে পশ্চিমা দেশগুলোতে জিনস, মোবাইল ফোন, ছাতা, এমনকি যৌন খেলনার দামও শিগগীরই বেড়ে যাবে। কারণ এসব পণ্য তৈরি হয় চীনে। শুধু পশ্চিমা দেশ নয়, সারা দুনিয়ার নানা দেশের ওপরই এর প্রভাব পড়বে।

কারণ সব দেশই আমদানি করা পণ্য ব্যবহার করে। যেমন আপনার হাতের আইফোনটি। এটি ডিজাইন করা হয়েছে যুক্তরাষ্ট্রে । কিন্তু এটা তৈরি হয়েছে চীনে। শুধু তাই নয়, এর যে নানান যন্ত্রাংশ - সেগুলো আবার তৈরি হয়েছে জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো অন্য কোন তৃতীয় দেশে। কাজেই যুক্তরাষ্ট্র এর ওপর কর বসালে এর উৎপাদনের সাথে জড়িত সব দেশের কর্মসংস্থানের ওপরই তার প্রভাব পড়ে। তার পর আছে ওভারহেড খরচ। তাই তার প্রভাবে সারা দুনিয়ার ভোক্তাদের জন্য জন্যই আইফোনের দাম বেড়ে যেতে পারে।

কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন আমেরিকার শিল্প এবং এবং কর্মংসংস্থানকে চাঙ্গা করতে, চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে। কারণ যুক্তরাষ্ট্র চীনে যত পণ্য বিক্রি করে তার চাইতে বেশি আমদানি করে। আর চীন চায় প্রযুক্তিতে বিশ্বে নতুন নেতা হয়ে উঠতে। তারা মেড ইন চায়না নামে ২০২৫ সাল পর্যন্ত একটা পরিকল্পনাও নিয়েছে।

কিন্তু এই বাণিজ্য যুদ্ধ থেকে কি কেউ লাভবান হতে পারে?
হ্যাঁ, পারে। যেসব দেশ যুক্তরাষ্ট্র এবং চীনকে আরো সস্তায় পণ্য রপ্তানি করতে পারে - তারা হয়তো লাভবান হবে।

এরকম দেশগুলোর একটি হচ্ছে বাংলাদেশ, তার তুলা শিল্প। আরো আছে মেক্সিকোর খেলনা উৎপাদনকারীরা। এছাড়া ভিয়েতনাম - যারা পোশাক সেলাই করে। তবে অর্থনীতিবিদরা বলছেন, বাণিজ্য যুদ্ধে যেহেতু পণ্যের দাম বেড়ে যায় - তাই শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষরাই , যারা পণ্য কেনে।

পঠিত : ১১৭৫ বার

মন্তব্য: ০