Alapon

" মুক্তিযুদ্ধ শেখ মুজিব বাংলাদেশ "



তৃতীয়
নয়নে ইতিহাস পড়তে চাইলে পড়তে পারেন রইস উদ্দিন আরিফের " মুক্তিযুদ্ধ শেখ মুজিব বাংলাদেশ
" স্বাভাবিক দৃষ্টিতে মুজিব হত্যাকে আমরা যেভাবে দেখিজিয়ার
সিপাহী বিপ্লবকে আমরা যে কোনে বিচার করি, এরশাদের ক্ষমতা গ্রহন কে আমরা যে
চোখ দিয়ে অবলোকন করি, বইটিতে ভীন্ন একটা দৃষ্টি খুজে পাবেন।




১৯৭৫
থেকে ১৯৮১ পর্যন্ত কেন প্রায় ১১ টা হত্যার
ঘটনা ঘটে গেল? দেশের প্রায়  বাঘা
বাঘা নেতার হত্যাকান্ড ঘটেছে এই সময়টিতে। স্বভাবিক
দৃষ্টির চেয়ে ভীন্ন এক কারন খুজে
পেয়েছেন লেখক রইচ। কি সেই কারন?
"","মোসাদ", "সি আই "
এর চক্রান্তই দেশকে পঙ্গু করে দিয়েছিল। যার কারনে এতগুলি হত্যাকান্ড? ভারতের তাবেদারী যে করেনি সেই
নির্মম হত্যার স্বীকার হয়েছেন।




 




শেখ
মুজিব স্বধীনিতা নাকি স্বায়ত্তশাসন চেয়েছিল? বঙ্গবন্ধু কি স্ব-উদ্যোগে
পাকিস্থানের হাতে গ্রেফতার হয়েছিলেন? কেন হয়েছিলেন? গ্রেফতারের রাতে কেন তাজ উদ্দীনের হাতের দফা ছিড়ে
ফেলেছিলেন? দেশে ফিরে আবার সেই দফার স্বীকার
কেন হয়েছিলেন? শেখ মুজিব হত্যার কারন কি ভারতের পুর্ণ
তাবেদারি না করা?




 




এসবের
একরাশ রহস্যের জট খুলবে বইটি পড়লে।




 




মুক্তি
যোদ্ধারা কি চেয়েছিল সেকুলার
রাষ্ট্র? ১৯৪৭ থেকে কি আসলেই পূর্ব
পাকিস্থান নিগৃহীতের স্বীকার? তাহলে কেন ভারতীয় মিডিয়া, বুদ্ধিজীবিরা বাংলাদেশের উন্নতীতে হিংসা করতো? মাত্র ২৩ বছরে এশিয়ার
বড় আদমজি জুট মিল, সাহিত্যের নবযুগে প্রবেশ, শিক্ষাক্ষেত্রে দ্রুত
উঠে আসা
, এসব কেন ভুলে যাই যাই আমরা? ইতিহাস কেন ভুল শেখানো হচ্ছে আমাদের?




 




ছাত্রলীগ
কেন ভারতের "" এর সাথে হাত
মিলিয়েছিল? স্বাধীনতার পরে কেন কোটি কোটি সম্পত্তি ভারতীয় সেনাবাহিনী পাচার করে ভারতে নিয়ে যায়? মেজর জলীল কে কেন এরেস্ট
করা হল? স্বাধীন হওয়ার পরেও কেন ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে থেকে যায়? স্বাধীন দেশে কেন অরেক দেশের সেনাবাহিনি থাকবে? মুজিব কি তাদের যেতে
বাধ্য করেছিল? গান্ধি কি বুঝতে পেরেছিল মুজিব কে দিয়ে
আমরা যা চাইছে তা হবেনা। সে কারনেই কি মুজিবকে হত্যা করা হয়?




 




বামপ্নথিরা
কি দেশের বারোটা বাজিয়ে আসছে সেই মুক্তিযুদ্ধ থেকে? মুক্তিযুদ্ধ কি আসলেই বাম
পন্থিদের সহযোগিতায়, তাদের প্লানেই হয়েছিল? আওয়ামীলীগ কেন সবসময় ভারতের পক্ষে থাকে? দেশ কি ১৯৭১ থেকেই
চুক্তিবদ্ধ? ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে ইসলাকিম
ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা কি অপরাধ ছিল? OIC তে যোগ দেওয়া কি বড় অপরাধ? সে গুলোই কি
শেখ মুজিবকে হত্যার অন্যতম কারন ছিল?




 




বিপ্লবী
সিরাজ সিকদারের একান্ত অনুজ রইস উদ্দীন তার বইতে সুন্দর
করে ফুটিয়ে তুলেছেন একান্ত গোপন কিছু নির্ভেজাল তথ্য। যা সত্য ইতিহাস
জানতে নিজের বিবেকের তালা খুলে দেবে। ১৯২ পৃষ্টার বইটা মুলত অভিজ্ঞতা ইতিহাস গ্রন্থের অমুল্য সম্পদ।




 




শতাব্দিকাল
হয়তো আমরা ইতিহাস পড়ে যাব কিন্তু ইতিহাসের ইতিহাস জানা হবে না। ইতিহাস যে বিজয়ীরাই লিখে
থাকে। কিন্তু তৃতীয় নয়ন থেকে ইতিহাস পড়তে চাইলে অবশ্যই পড়বেন রইস উদ্দীনের " মুক্তিযুদ্ধ শেখ মুজিব বাংলাদেশ
"




 




স্বাভাবিক
দৃষ্টিতে মুজিব হত্যাকে আমরা যেভাবে দেখিজিয়ার
সিপাহী বিপ্লবকে আমরা যেভাবে দেখি, এরশাদের ক্ষমা গ্রহন কে আমরা যে
চোখ দয়ে অবলোকন করি, বইটিত্র ভীন্ন একটা দৃষ্টি খুজে পাবেন। আহা! ১৯৭৫ থেকে ১৯৮১ পর্যন্ত কেন দেশপ্রেমের লাশ পড়ল ? এখনো কি আমরা সেই গোলক ধাঁ-ধাঁর মধ্যে
আছি? ঘটনার মুল কারণ না খুজে নিজেদের মধ্যে শুধুই দ্বন্দই কি ভারতের চাওয়া?




 




আমরা
কি বেরিয়ে আসতে পেরেছি নিজেদের দ্বন্দ থেকে? দেশকে ভালবাসতে কি আসলেই পেরেছি? আসুন
না নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখি আর নতুন করে জ্বলে উঠি। দেশপ্রেমের মুদ্ধতায় ভরিয়ে
তুলি সবাইকে। আসুন নি বিবেকের কাছে আরো একবার প্রশ্ন রাখি. . . .

আমি কি দেশকে ভালবাসি???

পঠিত : ৬৮৯ বার

মন্তব্য: ০