Alapon

প্রযুক্তি এগিয়ে যাচ্ছে রকেটের গতিতে মানবিকতা ধ্বংস হচ্ছে এ্যাটোমের শক্তিতে

অামরা সবাই নিজেদেরকে অাপডেট করছি। নতুন নতুন ফ্যাশান করছি। বিলাশ বহুল ফ্লাট করছি। অাবার অামার পাশেই একজন না খেয়ে মরছে দেখছিনা।

অামার টাকার অভাব নেই তবুও ঘুষ দুর্নীতি করেই যাচ্ছি। জনগণের সম্পদ ধ্বংস করে টেন্ডারের কাজে ফাকি দিচ্ছি। দুদিন পরেই প্রজেক্ট নষ্ট হয়ে যাচ্ছে। দেখছি না। দেখার কোন সময় নেই। বৈধ অবৈধ পথে শুধু অায়ের পিছু ছুটছি। অামার টাকা এদেশের ব্যাংকে ধরছেনা। টাকা রাখছি সুইচ ব্যাংকে।

একটা মানুষ পেট ভরে খাওয়ার পরে কি খেতে পারে? একটা মানুষ কি পাঁচটা শার্ট পরতে পারে। একজন মারা যাওয়ার পরে কি তার সম্পদ নিয়ে যেতে পারে।

তবে কেনো অামরা এই অবৈধ সম্পদের পিছু ছুটছি।

অথচ অামি যদি দুর্নীতি না করতাম। তবে একই জিনিস বার বার করতে হতোনা। এতে দেশের সম্পদ দেশের উন্নয়নে ব্যবহার করতে পারতো। দশ জনের কর্মসংস্থান হতো। দশটা পরিবার সুখে দিন কাটাতো।

একটা শহর ধ্বংস হয়ে যাচ্ছে। নোংরা হয়ে রেছে। ডাষ্টবিনে গন্ধ ছড়াচ্ছে অার হাসে। অামরা সেই ময়লার মধ্যে নাকে রোমাল দিয়ে হাটছি। অার নিজেকে ভদ্দর লোক দাবি করছি। সুযোগ থাকার পরেও সমাধান করছিনা। অামার হাজার হাজার কোটি টাকা থেকে দেশের জন্য মানুষের জন্য সামান্য খরচ করছিনা। দেশের কোটি কোটি টাকার সম্পদ চুরি করতে লজ্জাবোধ করছিনা।

অামাদের এই ঘুমন্ত বিবেকের কারণেই অাজ সুন্দর পরিবেশ নষ্ট হচ্ছে। মানবতা হারিকেন দিয়ে খুজে পাওয়া যাচ্ছে না। অথচ অামরা চেষ্টা করলেই একটা সুন্দর দেশ গড়া সম্ভব। 


"সেরা ব্লগ প্রতিযোগিতা- জুলাই'১৮"

পঠিত : ১১৩০ বার

মন্তব্য: ০