Alapon

সাহসের ইস্তিাহার...

সহপাঠী হত্যার প্রতিবাদে রাষ্ট্রকে তেত্রিশটি লাশ উপহার দিবে বলে
যে শিশু উদোম শুয়ে পড়েছিল রাস্তায়। 
আমাদের নপুংসকতা ঢাকতে মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে 
যে ছাত্ররা হল ছেড়ে নেমে এসেছিল ময়দানে। 
যে মেয়েরা মধ্যরাত্রির ভীষণ ভীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে 
রাত তিনটায় টিএসসি চত্বরে বরণ করে নিয়েছিল 
পুলিশের গুলি ও টিয়ার গ্যাসের মালা।
তাদেরকে আমি অভিবাদন জানাই না। 
বলি না, তোমরাই বাংলাদেশের সর্বশেষ প্রতিরক্ষা দুর্গ। 
তোমরা হেরে গেলে বাংলাদেশ ডুবে যাবে এক অতলান্তিক আঁধারে।

ইতিহাসের প্রতিটি বাঁকে দাঁড়িয়ে থাকে 
যে অমিত তেজ বিপ্লবের কারিগর। 
নিঃসীম আঁধারে বিভ্রান্ত পথিককে পথ দেখায় যে সুতীব্র 
আলোকরশ্মি - তোমাদের চলার ছন্দে তৈরি হোক 
তেমনি দেদীপ্যমান আলোকের কোরাস। 
নতুন পথ। দানব বধের নয়া রূপকথা।

বাংলাদেশ সাক্ষী! তোমাদের চলায় রচিত হচ্ছে
সাহসের ইস্তেহার। মৃত্যুভেদী অভেদ মিছিল!

পঠিত : ১২৩২ বার

মন্তব্য: ০