Alapon

আমি যদি সে হতো !

আপনার যখন ঘুম ভাঙ্গলো, তখন আপনি বুঝতে পারলেন, আপনি কি আসলেই সঠিক ব্যবহার করছেন, সকলের সাথে !

মনে করুন, 
আপনার জন্ম হলো, এক বড়লোকের ঘরে। যখন যেটা খুশি সেটা পাচ্ছেন। আপনার এতো টাকা যে, অযথা খরচও করছেন। অথচ, যখন ট্রাফিকে দাঁড়িয়ে থাকা গাড়ির গ্লাসে টোকা পড়লো, তখন আপনি একবার ফিরে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। দুইটা টাকার জন্য, খালি পায়ে, উদোম শরীরে কি কষ্ট করেই না টাকা খুঁজছে আপনার কাছে। আপনি তাকে দিলেন ফিরিয়ে। ভাবুন তো আল্লাহ যদি আপনাকে, গরীব ঘরে জন্মগ্রহণ করতেন, গল্পটা কি অন্যরকম হতো না?

তারপর ধরেন, আপনি হাঁটছেন দুপায়ে ভর করে। কি সুন্দর করে ! কিন্তুুু আরেকজন মানুষ খুঁড়িয়ে হাঁটছে, পায়ে সমস্যার কারণে। আপনি তাকে লেংড়া বলে দিলেন গালি।
হতেও তো পারতো,আপনার জায়গায় ওনি থাকতো,কিংবা ওনার জায়গায় আপনি !

সবসময় সবকিছু চোখে দেখা যায় না। কিছু জিনিষ মন থেকে উপলদ্ধি করতে হয়।

আল্লাহ আপনাকে যেভাবে তৈরী করেছেন, সে অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকুন। অন্যের প্রতি সহানুভূতি হোন। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। পরকালের কথা চিন্তা করুন।

যদি আপনার বেশী সম্পদ থেকে থাকে, গরীবদের মাঝে দান করুন। কেউ তো আর ইচ্ছা করে মানুষের দ্বারে হাত পাতে না !

আজকে যে মানুষটা অন্যের ক্ষতি করছে। একদিন এর ফল ডিরেক্টলি না হলে ইনডিরেক্টলি ভোগ করবেই। কারণ স্রষ্টার সৃষ্টিতত্ত্বে কোন ভুল নেই।

এখনি যদি ঘুম না ভাঙ্গে, ঘুম ভাঙ্গান। পাপ বাপকেও ছাড়ে না ! 



পঠিত : ১৩৬৫ বার

মন্তব্য: ০