Alapon

ঘাসকাটা সেনাবাহিনী দিয়ে আমাদের কী লাভ...?

গতকাল জিগাতলায় যখন ছাত্রদের ওপর ইতিহাসের জঘন্যতম হামলা চলছিল তখন ঐ দিক দিয়ে সেনাবাহিনীর একটি পিকআপ ভ্যান যাচ্ছিল। পিছন দিকে জনা তিনেক সেনাবাহিনীর সৈনিক বসা ছিল।


আন্দোলনরত এক শিক্ষার্থী সেনাবাহিনীর সেই সৈনিকদের হাত ধরে বলেছিল,‘ আংকেল, দেখেন আমাদেরকে কীভাবে মারতেছে! প্লীজ আংকেল আমাদের জন্য কিছু করুন। সবাই কে নিয়ে আসুন। আংকেল প্লীজ সবাইকে নিয়ে আসবেন কিন্তু!’


এই ভিডিওটি দেখে আমার বুকটা ভেঙ্গে যাচ্ছিল। চোখ দুটো ভিজে যাচ্ছিল! এই বাচ্চারা এখনো এই ‘ঘাসকাটা’ সেনাবাহিনীকে কত্তোটা বিশ্বাস করে। অথচ এই ঘাসকাটা সেনাবাহিনী দেশের ‍দুই পয়সা উপকারেও আসে না। তারা ব্যস্ত তাদের ব্যবসা বানিজ্য নিয়ে। ট্রাষ্ট ফিলিং ষ্টেশন, ট্রাষ্ট ট্রান্সপোর্ট সার্ভিস, ট্রাষ্ট লরি সার্ভিস ইত্যাদি ব্যবসা প্রসারে ব্যস্ত আমাদের ঘাসকাটা সেনাবাহিনী!


অথচ, দেশের মোট বাজেটের ৫০ শতাংশেরও অধিক খরচ হয়, এই ঘাসকাটাদের পিছনে। এই ঘাসকাটা সেনাবাহিনী পুষে আমাদের লাভটা কী?


সেনানিবাসের এসি রুমে বসে আপনারা কফি ফুকাচ্ছেন, অন্যদিকে পুরো বাংলাদেশটা কার্যত একটি কারাগারে পরিণত হতে যাচ্ছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারদিক থেকে ঘেরাও করে, ছাত্রলীগে জনে জনে সার্চ করতেছে। মোবাইল চেক করতেছে। কারো মোবাইলে আন্দোলন সংক্রান্ত কিছু পেলেই তাকে নির্মম ভাবে পেটানো হচ্ছে। ইতোমধ্যেই ‍দুই ছাত্রকে পিটিয়ে সার্জেন্ট জহুরুল হক হলে আটকিয়ে রেখেছে ছাত্রলীগ। এভাবে আর কতকাল?


এভাবে আর কতকাল নির্যাতন চলবে? কবে মিলবে মুক্তি? কবে আসবে সেই সুদিন?

পঠিত : ৭৪৮ বার

মন্তব্য: ০