Alapon

কথা কিন্তু সত্য,মেয়ের বয়স বারো কিনবা তের হবে।

ঈদের ছুটির পর গ্রাম থেকে শহরে আসলাম।রাস্তাঘাট জ্যামমুক্ত ছিল আসতে তেমন বেশি সময় লাগেনি। সারাদিন জার্নি আর একটু অসুস্থ তাই মাগরিবের পরে হাতিরঝিল এসে একাএকা বসে আছি। জীবন সংগ্রামের বিভিন্ন দিক নিয়ে চিন্তা করছি,আর একটা চক তৈরি করছি। হঠাৎ মধ্যবয়সী এক আন্টি আমার পাশে এসে বসলেন সাথে তার মেয়ে ও রয়েছে।মেয়ের বয়স হয়তো বারো থেকে তের,ক্লাস সেভেন কিনবা এইট হবে।চারদিকে হকারদের চা পানির আওয়াজ শুনা যাচ্ছে।মাথার উপরে সোডিয়াম লাইটের নানা রকম আলো, আলোর কারনে মানুষের চেহারা গুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখা যাচ্ছে।তারা আমার পাশে বসার কারণে তাদের সব কথাবার্তা আমার কানে এসে ভারি দিচ্ছে।তাদের কথাবার্তা শুনে যেটুকু বুঝলাম তা হল মেয়ের বয়ফ্রেন্ড আসবে তার সাথে আজকে মেয়ের প্রথম ডেট বা দেখা হবে।তাদের সম্বন্ধে আরেকটু বলি তাদের পোশাকআশাক খুবেই শালিন আর কথাবার্তার মধ্যেও অভদ্রের লাজ মাত্রও নেই।এই কথার বলার কারন হল তারা যদি একটু অতিমাত্রা মডার্ন হতেন তাহলে এসব ব্যাপার নিয়ে কথা বলার দরকার ছিল না।

আমি হাতিরঝিলের একনাম্বার ও দুনাম্বার ব্রিজের মাঝখানের সিঁড়িতে বসে আছি।আমার সামনে পিছনে ও সিঁড়ির নিছে অনেক কাপল বসে বাদাম,চাও বিডি খাচ্ছে। অনেকের অনেকদিন পরে দেখাশোনা হয়েছে তাই সবাই নিজেকে উজাড় করে কথা বলছে।আমি একা বসে ওয়াটার ড্যান্স দেখছি আর গিটারের তালে গান শুনছি।এরমধ্যে মেয়ের মোবাইলে একটা ফোন আসলো ফোন টা ছিল তার বয়ফ্রেন্ড এর,সে মাই টিভি ভবনের নিছে দাঁড়িয়ে আছে।মেয়ে তাকে লোকেশন বলে দিলেন,কিছুক্ষণ পরে ছেলে এসে হাজির।আমি মনে হয় শুটিং দেখছি,আর ভাবছি কতনা সহজ হয়ে যাচ্ছে আধুনিকতা।মেয়ের আম্মুকে সালাম বিনিময় করে ছেলে মেয়ের পাশে এসে বসলেন।আমি তাদের নিরব দর্শক হয়ে সব দেখছি,ছেলের বয়স আর মেয়ের বয়সের মধ্যে পার্থক্য হয়তু ১/২ বছর হবে। তারা উভয়ে একই ক্লাসে পড়ে।মেয়ের আম্মু ছেলেকে তার ফিউচার প্লানিং এর কথা জিজ্ঞাস করলেন।ছেলে এস.এস.সি ও এইচ.এস.সি এবং ইউনিভারসিটি শেষ করে কি করবে সব একদমে তোতাপাখির মত বলে যাচ্ছে।ছেলের কথা শুনে মনে হল লাইফ টা কত না সহজ!!আম্মু তো মহা খুশি যে তার মেয়ে যোগ্য ছেলে খুঁজে নিয়েছে। একপর্যায় মেয়ের আম্মু ছেলেকে বলছে দেখো বাবা, আমার মেয়ের খুশিতে আমরা খুশি।আমার একটি মাত্র মেয়ে,তার জন্য আমরা সব কিছু কর‍তে পারি।ছেলেও আন্টির কথার জবাবে বলছে আপনি কোন চিন্তা করবেন না আমরা খুব সুখে থাকবো। বয়স কিন্তু তের!!!

পঠিত : ৬৫৩ বার

মন্তব্য: ০