Alapon

চশমা

বহুদিন  আগের কথা। দেশে তখন  সাদা কাপড়ের প্রচুর ব্যবহার ছিল।তাই প্রজারা সবসময়ই সাদা পোশাক ব্যবহার করতো।   কিন্তু সমস্যা হয় রাজার। কারণ প্রজারা যে পোশাক পরে তা তো  আর রাজা পরতে পারেন না।তাই রাজা পোশাক শ্রমিকদের বাহারী রঙের পোশাক বানানোর হুকুম দিলেন । কিন্তু দূর্ভাগ্যবশতঃ রাজ্যের পোশাক শ্রমিকেরা সাদা পোশাক ছাড়া অন্য পোশাক তৈরী করতে পারলো না,ঐ দিকে আবার  রাজার হুকুম না মানতে পারলে জীবন থাকবে না।তাই জীবন বাঁচনোর জন্য শ্রমিকেরা চালাকি করে সাদা কাপড়ের সাথে কিছু বিভিন্ন কালারের   চশমা রাজার রাজ্যে পাঠালেন।ওরা চশমাকে  পোশাকের একটা অংশ হিসেবে প্রচার করলো এবং রটনা রটালো যে রাজা যখন পোশাক   পরবে তখন আশেপাশের সবাইকে চশমা পরতে হবে  নয়তো রাজা মরে যাবে। এই ভয়ে রাজার সাথে যারা থাকতো তারা সারাক্ষন চোখে চশমা লাগিয়ে রাজার পোশাকের সোন্দর্য বর্ণনা   করতে থাকতো।রাজা খুব খুশি হতেন।কিন্তু রাজ্যের যারা  চশমা পরতো না তারা রাজার পোশাকের গুনগান করতো না।এতে রাজা দুঃখ পেতো খুব,তাই যারা চশমা পরে না তাদের তিনি রাজ্যছাড়া করলেন।এবং রাজ্যে তারাই বসবাস করতে থাকলো যাদের চোখে চশমা ছিল। এভাবে চলতে চলতে একদা তারা আবিষ্কার করলো রঙিন  চশমা  চোখে লাগিয়ে উলঙ্গ শরীরও সুন্দর দেখায়।রাজা তাই তখনি সবাইকে চশমা পরে পোশাক ছেড়ে দিতে হুকুম করলেন।রাজ্যের সবাই সাথে সাথে রাজার হুকুম মানলেন।অতঃপর তারা একে অপরকে বলতে লাগলো পোশাক পরার কি দরকার? চোখে চশমা লাগালেই তো হয়!

লেখক
জুয়েল মিয়াজি।

পঠিত : ৬৬২ বার

মন্তব্য: ০