Alapon

এশিয়া কাপে বাংলাদেশের দূর্দান্ত শুরু! (ছবি ব্লগ)

Glorious. Roll model for young Generation. 

Inspiration of a countr

তামিম যখন দ্বিতীয়বার ব্যাটিং করছেন, উপরের কথাগুলি তখন ধারাভাষ্যকার জোর গলায় বলে উঠছেন, 

আর আমার মত ক্রিকেট পাগল রা তখন গর্বে মিটমিট করে হাসছে, আবার কেউ কাঁদছে।।

ফিফটি ফিফটি চান্স থাকা মুশফিক যখন নিজের বুকের ব্যাথা নিয়ে খেলতে নামছেন, তখন জয় আর পরাজয়ের চিন্তা বাদ দিয়ে এইসব যোদ্ধাদের দেশের প্রতি ডেডিকেসন দেখে নিজের মধ্যেই দেশের জন্য আরও একটু বাড়তি ভালবাসা অনুভব করলাম।।

চলুন ছবিতে দেখে আসি বাংলাদেশ ক্রিকেট টিমের এই অসাধারণ জয়টিকে।


 

ছবিতে: মাশরাফি বিন মর্তুজা ইন একশন।


ছবিতে: থারাঙ্গাকে বোল্ড করার পর মাশরাফিকে ঘিরে সতির্থদের উল্লাস।


ছবিতে: নিয়মিত বিরতিতে শ্রীলংকার উইকেট পতনের পর বাংলাদেশের উল্লাস।


ছবিতে: ১৪৪ রানের অনবদ্য ইনিংস খেলার পর মুশফিকুর রহিম।


ছবিতে: ম্যাচ সেরার পুরষ্কার হাতে মুশফিক।


ছবিতে: ক্রিকেট ইতিহাসের একজন ট্রু ফাইটার তামিম ইকবাল।  যে ভাঙা হাতে খেলতে নেমে ইতিহাসে নাম লিখিয়েছে।


ছবিতে: যার কারণে শ্রীলংকার অধিনায়ক ম্যাথিউস এভাবেই তামিমকে সম্মান জানান।


ছবিতে: খেলা শেষে ষ্টেডিয়ামে উপস্থিত প্রবাসী বাঙালীর প্রতি এভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করেন মাশরাফি সাকিবরা।

পঠিত : ১১৮১ বার

মন্তব্য: ০