Alapon

দেশপ্রেম কী শুধু ক্রিকেটের মাঝেই সীমাবদ্ধ...?

ভারতের সাথে গতকালের ক্রিকেট খেলায় একজনের আউট নিয়ে বাংলাদেশী মানুষের অহমে আঘাত লেগে চেতনা জাগ্রত হয়েছে !!!
আর তাতে অনলাইনে ,অফলাইনে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে ।

কথা হল কাফিরেরা তাদের কুফরি করবে ,মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষন করবে ইহাই স্বাভাবিক ।
প্রশ্ন হল মুসলমানদের এই চেতনা ,প্রতিবাদ কোথায় থাকে যখন-

১. সীমান্তে প্রতিদিন মালউন ভারতের হানাদার বিএসএফ মুসলমান শহীদ করে ?
২.দেশের সকল গুরুত্বপুর্ন পদে হিন্দুরা নিয়োগ পায় !!
৩. বাংলাদেশে ভারত থেকেও অধিক মানসম্মত কন্সট্রাকশন কোম্পানী থাকার পরেও -
ক) যাত্রাবাড়ী ফ্লাইওভার ভারতীয় ‘সিমপেক্স ইনফ্রাস্ট্রাচার’সকে দিয়ে তৈরী করা হয়??
খ) কেন দ্বিতীয় ভৈরব সেতু ভারতীয় কোম্পানি ইরকন ও এফকন্সকে দিয়ে তৈরী করা হয়??
গ) কেন দ্বিতীয় তিতাস রেলসেতু তৈরী করা হচ্ছে ভারতীয় কোম্পনি গ্যানোন ও ----এফএলসিএলকে দিয়ে হয়??
৪.বাংলাদেশে কোন উন্নতছাপাখানা বা প্রেস থাকার পরেও বাংলাদেশের স্কুলের বোর্ডের টেক্সটবুকগুলো ভারতের নিন্মমানের ছাপাখানা থেকে ছাপিয়ে আনা হয় ??
৫. নিজেদের বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ করে ভারত থেকে কেউ বিদ্যুৎ আমদানি করে ??
৬. ভারতের যে ট্রাক-বাস সারা বিশ্বে চলে না, সেই ট্রাক-বাস বাংলাদেশ মোটা টাকা দিয়ে কিনে নিয়ে আসা হয়
৭.ভারতের নিম্নমানের রেল ইঞ্জিন, নিম্নমানের ড্রেজার, নিম্নমানের ডেমু ট্রেন, নিম্নমানের তেল ট্যাঙ্কার, সবই বাংলাদেশ কিনে আনছে মোটা টাকা দিয়ে?
৮.বাংলাদেশে যোগ্য বাপেক্স-পেট্রোবাংলা কোম্পানি রেখে বঙ্গপোসাগরে ভারতের ‘ওএনজিস’ নামক এক নিম্নস্তরের কোম্পানি দিয়ে গ্যাস তোলা হয়?
৯. বাংলাদেশে পোষাক শিল্প সহ কসমেটিক্স শিল্পে সুনাম কুড়ানোর পরেও তবে প্রতি বছর ৬ বিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশ ভারত থেকে কিনে নিয়ে আসা হয়
১০. বাংলাদেশের কোন চ্যানেল ভারতে না চলার পরেও ভারতের অশ্লীল চ্যানেল বাংলাদেশে চলে ? এমন কি এসকল চ্যানেলের কুপ্রভাবে আত্বহত্যার মত ঘটনা ঘটে ?
১১. বাংলাদেশের সমুদ্র সীমানায় ভারতের জেলেরা মাছ ধরতে আসে ?
১২. একের পর এক নদিতে বাধ দিয়ে বাংলাদেশকে মরুভুমি করার ষড়যন্ত্রে লিপ্ত ?? 
১৩. ভারতে প্রত্যখ্যাত হয়েছে যে তাপবিদ্যুতকেন্দ্র তা সুন্দরবন ধ্বংসকারী রামপালে কেন স্থাপন করা হল?
১৪. পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে ভারতের নিয়োগ হয়
১৫. সমুদ্র বন্দরকে ভারতের হাতে তুলে দেওয়া হয়।
১৬. বাংলাদেশের রাস্তা ঘাট ধ্বংস করে ট্রানজিট দেওয়া হয়
১৭. গ্যাস , তেল ভারতের হাতে তুলে দেওয়া হয়।

এমন শত শত ঘটনা থাকার পরেও বাংগালীর চেতনা কিন্তু জাগ্রত হয়নি ।
হয়নি তীব্র প্রতিবাদ অনলাইন অফলাইনে !!
দেশ আজ সিকিমের পথে তাতে কারো কোন চিন্তা নাই !!
কিন্তু এক ক্রিকেট খেলা নিয়ে সবার চেতনা ,দেশপ্রেম জেগে উঠেছে ?
তা এ চেতনা ,দেশপ্রেম উপরোল্লিখিত বিষয়ে নাই কেন ?
খেলা কি আমার স্বাধীনতাকে রক্ষা করবে, নাকি পারবে কারো জীবন বাচাতে ?

পঠিত : ১২১৫ বার

মন্তব্য: ০