Alapon

ক্লান্ত পথের শেষে

ক্লান্ত পথের শেষে
সামিউল ইসলাম

আমি যদি পথ খুজে না পাই
পথের মাঝে ক্লান্ত হয়ে, যায় বসে যায়
নিয়োন আলোর এই শহরে
গাড়ী বাড়ীর এই বহরে
হঠ্যাৎ যদি প্রদ্বীপগুলো  যায় নিভে যায়।।

রঙ্গীন আলোর এই শহরটা আর না জ্বলে
গাড়ী ঘোড়া আগের মতো আর না চলে
ভাবো দেখি কেমন হবে, এই লোকালয়
ঠিক তখনই আসবে নেমে মহাপ্রলয়।।

রঙ্গীন আলো যাক নিভে যাক
এই শহরটা যাক ভেঙ্গে যাক
সব কিছুকেই মানিয়ে নিবো
জীবনটাকে ফের সাজাবো
পথের শেষে প্রভু যদি তোমাই পাই।।

পঠিত : ১৪১১ বার

মন্তব্য: ০