Alapon

স্মৃতি

এই মনে জমেছে এক রাশ কষ্ট
স্মৃতির বেড়াজাল বড়োই কঠিন 
কেউ কেউ মুছে ফেলে
সব পুরোনো সব জমাট বাঁধা স্মৃতি
স্মৃতি মুছে ফেলা মানে চিহ্ন মুছে ফেলা
হারিয়ে যায় স্বপ্ন
সবাইতো স্মৃতির মর্যাদা বুঝেনা ।
সেই আঁকড়ে ধরে রাখা,স্মৃতি প্রায় নিঃশেষ 
বলে,এ গুলোতো বস্তা কাল্পনিক অনুভতি
যা মানুষ যুগে যুগে বহন করে আসছে
এগুলো বয়ে বেড়ানো একটা বোঝাঁ
স্মৃতিকে মুছে ফেলো মন থেকে ।
পরিশেষ বলো
তবুও স্মৃতির পরিমাপ বিশাল
মানুষ স্মৃতির মাঝে বেঁচে আছে
স্মৃতি ছাড়া হয়না জীবন
জীবন ফুরিয়ে যাবে
কিন্তু স্মৃতি রয়ে যাবে ।



*বর্ণনা:নায়ক আরিফ নায়িকা সাবনামকে তার সব চিঠি আর ছবি মুছে ফেলবার জন্য আদেশ করে,প্রথমে সাবনাম আরিফের কথা মানতে চাইনি পরে আরিফের কথার পরিপেক্ষিকে বদ্ধ হয়ে সব মুছে ফেলে,সাবনাম মনে বিশাল অজ্ঞাত পায়ে, সাবনাম একটি কবিতা তার প্রেমিক আরিফকে দেয় "কবিতার নাম স্মৃতি" ।  



পঠিত : ৭৪৫ বার

মন্তব্য: ০