Alapon

আউটসোর্সিং বা ফ্রীল্যান্সিং

বর্তমানে অর্থ আয়ে করবার জনপ্রিয় মাধ্যম আউটসোর্সিং বা ফ্রীল্যান্সিং ,অর্থ্যাৎ ঘরে বসে বিদেশ থেকে কম্পিউটারে মাধ্যমে  অর্থ  উপার্জন করা | এদেশে অনেকেই এই ফ্রীল্যান্সিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন,কেউ কেউ আবার চাকুরীর পাশাপাশি পার্ট-টাইম ফ্রীল্যান্সিং করে আয় করছেন কিছু বাড়তি অর্থ। যারা ফ্রীল্যান্সিং কাজের  সাথে যুক্ত তার আর্থিক ভাবে বেশ লাভবান হয়েছেন |
যে সব ওয়েবসাইট থেকে আউটসোর্সিং কাজ আমরা পেতে পারি,সে গুলো কে  ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস বলে (যেমন – Upwork, Freelancer) গুলোতে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের কাজের উপর জব পোস্ট করে হয়ে থাকে যেমন ওয়েব ডিজাইন-ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেসন, এনিমেশন, ডাটা এন্ট্রি, কন্টেন্ট লেখা ইত্যাদি সহ আরও অনেক ধরনের কাজ। এসব জব করতে হলে প্রয়োজন দক্ষতা অর্জন করা বা কাজ শেখা।
যারা অনলাইন জবের জন্য ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস একাউন্ট করে জব খুঁজবে বা কাজের জন্য বিট করবে তাদের কম্পিউটার প্রোগ্রাম গুলো সম্পর্কে  স্পষ্ট ধারণা এবং কিছু কোর্স আগে থেকে জানতে হবে |
ফ্রীল্যান্সিং সেক্টরে কাজের চাহিদা ও আয়ের কথা বিবেচনা করে কিছু ইনস্টিটিউট  অনেক কোর্স প্রদান করেছে  আপনার পছন্দ অনুযায়ী কোর্স করে নিজেকে ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেসে জব করার উপযোগী করে তুলতে পারেন।
Ref: http://www.websitesolutions.com.bd

পঠিত : ৫৯০ বার

মন্তব্য: ০