Alapon

বালুচর

মনে আছে সেদিনের কথা?
কাশফুলের মাঝে দু'জনের বসে থাকা।
তোমার পড়নে নীল শাড়ি, পায়ে নুপুর
কপালের ঠিক মাঝখানে একটি লাল টিপ
চোখে কালো কাজল, হাতে চুড়ি
বাতাসে নড়ছে দীঘল কালো চুল।
আপন হস্তে জড়িয়ে রেখেছিলাম তোমায়।
সে স্মৃতি আজ উড়িয়ে দেই ধূমায়।
তোমার রাঙা ঠোঁটের স্পর্শ লেগেছিল এ কপলে
তোমার হাতের স্পর্শ লেগেছিল এ হাতে।
আমার কবিতার খাতা তুমি আমাকেই পড়ে শুনিয়েছিলে।

মনে আছে তোমার?
আমরা সেদিন স্বপ্ন বুনে ছিলাম, চিত্তে একে ছিলাম স্বপ্নের ছবি।
আমরা সেদিন একত্রে রাঙা প্রভাত দেখার স্বপ্ন দেখে ছিলম।
সেদিনও স্বপ্নের কবিতা লিখেছিল এ কবি।
হৃদয় মন্দিরে তোমায় একে, তোমার পূজা করে ছিলাম।

আজ আবার শরৎ এসেছে।
নদীর পূর্বপাড়ে আজও কাশফুল ফুটেছে।
সে কাশফুল আজও সাক্ষি দিচ্ছি নিকোটিনের কাছে
সে বলে দিচ্ছে মৃত্যু অস্র নিকোটিন কেন আমার হাতে।

নদী আছে, নদীর বালুচর আছে,
বালুচরে কাশফুল আছে, আমি আছি
শুধু তুমি নেই, নব স্বপ্ন নেই।
পুরানো স্বপ্নগুল ভেঙে পড়ে আছে বালুচরে।


পঠিত : ৭৬৫ বার

মন্তব্য: ০