Alapon

কবিতা

              গ্রামের সৌন্দয্য 

হে বন্ধু তোমাকে নিমন্ত্রণ করি আমাদের সবুজ গাঁয়ে। 
তুমি দেখবে হেথায় সোনার ফসল ফলে মাঠে মাঠে।

গ্রিষ্মকালে গাছে পাবে হাজার রং এর ফল
মধুমাসে হারিয়ে যাবে খেয়ে ফলের জল
যেদিকে তাকাবে দেখবে শুধু মন মাতানো সব
গ্রামের প্রেমে মজে যাবে দেখে নবান্ন উৎসব

বর্ষায় টইটুম্বুর থাকে মাঠ আর বিলের  পানি
মাছে মাছে পূর্ণ থাকে গ্রামের প্রত্যেক বাড়ি।
শাপলা আর  কচুরি ফুল কেড়ে নিবে মনটা 
ডেকে নিবে মাঝিভাইয়ের দূরে থাকা নৌকাটা

শীত হলো আমার দেশের সবার সেরা ঋতু 
শহরে তুমি পাবেনা এমন নিজের দেশের ধাতু
সকাল বেলা দেখবে তুমি প্রতি খেজুর গাছে।
গাছিরা সব নামছে নিচে রসের হাড়ি নিয়ে পাছে।
 
কাচা রস আর পাকা রসের খাবার আছে যত
খেতে খেতে বলবে তুমি আসলেই অমৃত।
বসন্তকালে প্রকৃতি আবার নতুন রুপে সাজে 
হলুদকে ফেলে দিয়ে সবুজে মেতে উঠে। 

পঠিত : ৫৯২ বার

মন্তব্য: ০