Alapon

কালো সমাজ

স্বপ্নগুলও আজ পাল্টে গেছে
নীল আকাশে মেঘ জমেছে।
স্বপ্ন আজ আর সুখের বার্তা দেয় না
আকাশের কালো মেঘও সরে না।
কালো মেঘের বর্ণ ধারন করেছে স্বপ্ন
মেঘ বর্ষে আবার জমে, এভাবেই চলে।
কালো মেঘের আঁধারে ঢেকে গেছে গোটা পৃথিবী
মানুষ আছে, মানুষ্যত্বহীন ধরাত্রী।
আষাঢ়ের কালো মেঘের চেয়েও কালো এ সমাজ। 
ধর্ষকরা সাজছেন মানবতাবাদী!
অত্যাচারি এ সমাজের রক্ষাকর্তা
ঘুষখোর দিচ্ছেন মানবতার বার্তা।
পাল্টে গেছে স্বপ্ন, হারিয়ে গিয়েছে স্বপ্নের স্বপ্ন। 
আমরা সমাজের কাছ থেকে প্রতিনিয়ত শিক্ষা নিচ্ছি
কিভাবে অবৈধ ভাবে কেড়ে নিতে হয় ক্ষমতার আসন
কিভাবে নিরীহ মানুষের বক্ষে পা ফেলিয়া করতে হয় শাষণ।
আমরা শিখছি, কিভাবে ঘুষ খেতে হয়
ক্ষতার আরালে অন্যায় কিভাবে লুকাতে হয়। 
পাল্টে গেছে স্বপ্ন, এসেছে আষাঢ়ের মেঘের মতো কালো সমাজ।
এ সমাজকে ধরা যায় না, শুধু দেখা যায়, সমাজে শুধু ভাজ আর ভাজ।
আমরা শিখে গেছি কালো সমাজের কালো কাজ,
আমরা শিখে গেছি ক্ষমতার বলে কিভাবে ভাঙাতে হয় ইস্ত্রী করা জামার ভাজ।
আমারা জেনে গেছি সত্যবাদী লোকটিকে কিভাবে বন্ধি করতে হয়
আমরা শিখে গেছি ক্ষমতার বলে, অবৈধ ভাবে কি উপায়ে ছিনিয়ে আনতে হয় জয়।
কালো সমাজের কালো কারবারি আমরা শিখে গেছি।
আমরা সত্যকে চিনেচি আরো দৃঢ় ভাবে, 
শিখেছি সত্যের জন্য, মেঘ তারানোর জন্য কিভাবে করতে হয় জিহাদ। 
কালো সমাজকে ভাঙার শিক্ষাও আমরা অজর্ন করেছি পরক্ষভাবে।
আমরা সত্যের জয় আনবো, সৎ ও সত্যের পথ ধরে। 
ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দুব কালো মানবের কালো সমাজকে।

রচনাকাল:- ১৬/১০/১৮
রাত ১২টা ৩৪ মিনিট।

পঠিত : ৭৩৫ বার

মন্তব্য: ০