Alapon

তিন খন্ড

                       প্রতিবাদ?
সে ঘুমিয়ে গেছে কাজী নজরুলের মৃত্যুর সময়।
সে তো বন্ধি হয়েছে সাঈদীর কারাগারে।
সে তো ফাসির মঞ্চে দাড়িয়েছে সেই কবে।
সে তো আর জাগে না বাঙালির কন্ঠে। 
সে তো গুলির আঘাতে ক্ষত-বিক্ষত হয়েছে
বঙ্গবন্ধু সাথে, ১৫ই আগস্ট কালো রাতে।
সে তো সেই কবে ধ্বংষ হয়েছে
তিতুমিরের বাশের কেল্লার সাথে।
সে ছিল শেরে বাংলা, ভাসানির মুখে।
সে ছিল শহীদ জিয়া, কাজী নজরুলের বুকে।
           তারা নেই প্রতিবাদ নেই।

                        সত্য?
সে তো সেই কবে লুকিয়েছে মিথ্যার তলে
সে তো  কন্ঠের ধ্বনি হারিয়েছে মিথ্যার চাপে। 
সত্যের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে যে হাত উঠবে
সে তো পঙ্গু হয়ে বসে আছে হুইল চেয়ারে
অথবা পরে রয়েছে চৌদ্দশিকের বদ্ধ ঘরে।

                     আমরা
আমরা ছিলাম,আছি আত্মকেন্দ্রিক
লোভে পরে হারিয়েছি দিক। 
আমরা সত্য বলতে শিখিনি
আমরা প্রতিবাদের ঠোঁট গড়তে পারিনি।
আমরা মুখ থাকতেও হয়ে আছি মূক
সত্য, প্রতিবাদ, মনুষ্যত্ব আমাদের কাছে অসুখ।

রচনাকাল:- ১৯/১০/১৮
রাত ১টা।

পঠিত : ১২৪৩ বার

মন্তব্য: ০