Alapon

সাদা-কালো

কোনটা সাদা, কোনটা কালো
বোঝা ভারী দায়ে
হরেক রকম, মানুষ দেখি
কার মনে কি আছে
যখন তখন ।
ভালো মানুষ, চেনা ভারী দায়ে
ভালো মানুষ, চিনেই দেখো,
তাদের মনে নেই যে, কালো ।
কালোকে, করো ত্যাগ
নিজের পথ, নিজেই গড় ।
সাদামাটা মানুষ গুলো
একটুতে  পেয়েই হয় সুখী,
ভালো কাজের মূল্য বিশাল
স্রষ্টা হবেন তাদের উপর খুশি ।

পঠিত : ১২২০ বার

মন্তব্য: ০