Alapon

শিয়া-সুন্নি বিভেদ

আমার বাবা আমেরিকায় আসেন ১৯৬৩ সালে।  এবং তিনি টেক্সাসের হিউস্টনের প্রথম মুসলিম মাইগ্রান্ট। আমার  বাবা প্রায় বলতেন, ষাটের দশকে শিয়া-সুন্নি নিয়ে মানুষের মাঝে তেমন একটা আগ্রহ ছিলনা [কে আসল মুসলিম, কে কাফের কিংবা কে সহীহ কে ভ্রান্ত এসব বাহাছ থেকে তারা মুক্ত ছিলেন]। সবাই একই সাথে চলাফেরা উঠাবসা সহ সকল সকল সামাজিক মু'আমালাতে অংশগ্রহণ করত। এমনকি হিউস্টনের নির্মিত সর্বপ্রথম মাসজিদটি শিয়া সুন্নি একত্রে বানিয়েছিল।[একই মসজিদে শিয়া সুন্নি উভয়ই নামাজ আদায় করত] 
ষাটের দশকের শেষের দিকে ইরান ও পাকিস্তান থেকে এবং পরে মিশর থেকে বড় একটা মুসলিম ছাত্রদের গ্রুপ আসে। তখনও তাদের মাঝে শিয়া সুন্নি বিভেদ প্রবশ করেনি।  তারা একই সাথে পরস্পরে আর্থিক শারীরিক সহযোগিতায় মাসজিদ নির্মান করত, পরস্পরকে বিভিন্ন সামাজিক কাজে সহযোগীতা করত।   
এমনকি শিয়ারা ১০ই মোহররম পালন করত কিন্তু  সুন্নিরা তাতেও বাধা দিতনা। আবার সুন্নিদের আয়োজনেও তারা একত্র হতেন।  [উভয়ের মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দপূর্ণ সম্পর্ক ছিল অটুট]
কিন্তু সত্তর দশকের পর থেকে শুরু হয় কে খাটি আর কে ভ্রান্ত,  কে হক্ব আর কে না-হক্ব এসব বিতর্ক। 
ফলে আস্তে আস্তে মাসজিদ থেকে শুরু করে সব আলাদা হয়ে যায়... 

পুরো সাক্ষাৎকারঃ[https://www.youtube.com/watch?v=HLvsQA1oaCg]

পঠিত : ৭৪০ বার

মন্তব্য: ০