Alapon

মাশরাফি সাকিবদের কি নিজস্বতা থাকতে নেই?

থ্রী ইডিয়টস মুভিতে একটা অংশ ছিলো 
আমির খান যেখানে বলেছিলো ফারহানট্রেট এবং প্রিরাজুলাইজেশন এই দুটি শব্দের মানে বুঝানোর জন্যে অন্যান্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে,,,
তখন যেটা ঘটেছিলো সেটা যারা মুভি দেখেছেন তারা সবাই জানে,,
এর পরে আমির খান বলেছিলো 
"কেউ একবারো ভাবে নাই যে আজ নতুন কিছু শিখবো, সবাই রেস লেগে গেছে,,,
পরে দেখা গেছে এই দুটি শব্দই নাই।
আর দুইজন ছিলো একজন #Virus আরেকজন ইনোভেটিভ জয় লোবো, যে পরে আত্মহত্যা করে,,

#মাশরাফি #সাকিব আওয়ামীলীগ থেকে নির্বাচন করছে এতে সমস্যা কি? 
নতুন কিছু হবে, 
সেটা সবার জন্যে ভালো হবে এই রকম কেউ ভাবছে না,, সবাই সমালোচনায় ব্যস্ত।

আবার দেখলাম 
যে ##সাকিব তার নাম প্রত্যাহার করে নিয়েছে,,,
আর বস #মাশরাফির তো কোনো খবর আজো পাই নাই,,,
আল্লাহ মালুম তার মনে কি,,, 

আমাদের মানষিকতা হচ্ছে ICE এর ঐ #Virus এর মতো যে নতুন কিছু প্রত্যাশাই করে না,
আর তার শিকার হতে হয় জয় লোবো আজকের #সাকিব #মাশরাফির মতো কাজ করতে চাওয়া সৈনিকদের।

তারেক রহমানের স্ত্রী রাজনীতিতে আসলে আমরা যতোটুকু আবেগে আপ্লুত হই আশাবাদী হই,
ততোটাই হিংসার জগতে ডুবে যাই #মাশরাফি #সাকিবদের নির্বাচনে আসছে এই কথা শুনলে,
জয় পশ্চাদপদ ভাবনার জয়।
তারা প্রতিষ্ঠিত ধর্মগুলোর সাথে আরো একটা ধর্মের জন্ম দিয়েছে সেটা হচ্ছে #ক্রিকেট ধর্ম।।

ক্রিকেটারদের নিজস্বতা বলে কিছু থাকতে নেই।

বিঃদ্রঃ
আমি কিন্তু এই বিষাক্ত গণতন্ত্রের একদমই সমর্থক নই।।
এইটা বিলুপ্ত হলেই বাঁচি।

পঠিত : ১২৪৮ বার

মন্তব্য: ০