Alapon

ভালোবাসার নাম হিমেল

সাদা পাঞ্জাবিতে, তোমাকে ভালো লেগেছে
বিমানবন্দরে বসে তোমার ছবিটি  দেখছি 
তুমিতো হিমেল,
"হিমু" চরিত্রের নায়ক সেই  হদুল রঙের
পাঞ্জাবিতে  বেশ মানায়  
তোমাকে বৃস্টি ভেজা রাতে, মনে করি
শীত কালের ভীষণ ঠান্ডায় কিংবা কুয়াশা আছন্ন,
ভোর বেলার শিশির তুমি
ভালোবাসার রং তোমাকে যত্ন করে
দিয়ে গেলাম
বাক্স বন্দি করে রেখো,
কোনো ক্যামেরার ফ্রেমে
আমাকে দেয়া তোমার 
লাল গোলাপ ও চকলেট
গোলাপটি শুকিয়ে  গেছে 
আমার ডায়েরির পাতায়
স্থান হয়েছে তার
চকলেট দুই একটা, মাঝের মধ্যে
নাড়াচাড়া করে দেখি 
চিঠি লিখে ছিলাম, ছিড়ে ফেলেছি  ।
তোমার জন্মদিনে
লাল শাড়িটা পরতে চেয়েছিলাম  ।
হুমায়ন স্যারের "হিমু" গল্পটি পড়তে
পড়তে শাড়ির কথাটা মনে পরলো
তুমি নেই,কাকে দেখাবো শাড়িটা পরে?  
বইয়ের প্রচ্ছদে "হিমুকে"
বার বার চোখে পরছে
মনে হচ্ছে  "ওটা তুমি" ।
বিমানবন্দরে  বসে আমি
দেশ ছেড়ে চলছি অনেক দূর
নীবরে কান্নাগুলো
মনের ভিতর কবর দিয়ে দিলাম
তোমার মিথ্যে ভালোবাসা
আমাকে করেছে জাগ্রত
স্বপ্ন দেখলে কেন ?
মনে ছলনা রেখে ।
তোমাকে স্বপ্নে  দেখি
তোমার,লালসা ভরা চোখ দুইটো 
এক দৃষ্টিতে তাকিয়ে 
আমি যে বড়োই বড় কান্ত
হিমেল ।

পঠিত : ৬৭৯ বার

মন্তব্য: ০