Alapon

যদি আবার বাঘ আসতো



যদি আবার বাঘ আসতো

আল ফারাবি

রবি দা জাতে ব্রাহ্মন উত্তম দা শুদ্র জাতে
বছির খাঁ বড় ব্যাপারী রইজ শেখ খাটে মাঠে
রবি দার ঘরে ক্ষুধার জ্বালায় উত্তম দা খাওয়ায় ভাত
এ নিয়ে তো তুমুল কান্ড নিভে যায় বুঝি জাত
বছির খাঁর ক্ষেতে ধান খেয়েছে রইজ শেখের গরু
এ নিয়ে তো চরম গরম হাতাহাতিতে শুরু
রবি দার ছেলে পালিয়ে গেছে বছির খার মেয়ে নিয়ে
এ নিয়ে তো ফুঁসে আছে শেষ যে কি দিয়ে !
রইজ শেখের আইল উল্টে উত্তম দায়ের চাষ
কখন যে পরে কার মাথায় গিট্ট আলা বাঁশ ।
উত্তর পাড়ার রবি দা দক্ষিন পাড়ার বছির খাঁ
পশ্চিম পাড়ার রইজ শেখ আর পূর্ব পাড়ার উত্তম দা !
মাধপুরে যে শান্তি নাই পুরো গ্রাম যেন বারুদ
কখন যেন টুক্কা লাগে পুড়ে যায় সব সুধ
,
.
এমনি এক সন্ধ্যা বেলায় চরপাড়ার বন থেকে
গুঙ্গানী দিয়ে বাঘ এসেছে ঐ দূর বন রেখে
ছোট্ট দিপু বাঘের মুখে রক্তে লালে লাল
মায়ের মুখের আর্তনাদে উত্তম ছাড়ল হাল !
প্রতিবেশী করিম শেখের হাক বাঘ এসেছে জাগ
গ্রাম শুদ্ধ উঠল জেগে চারদিকে হাকডাক ।
বছির খাঁয়ের বন্দুকেতে উঠল বেজে ঠাস
রইজ শেখ হাঁক ছেড়ে কয় পাইছিরে সুভাস !
দিয়ারের উপর ছোট ঝাড়ে পাওয়া গেল বাঘ খানা
বন্দুক বাশ যার হাতে যা নিয়ে দিল বাঘে হানা ।
মরা বাঘে গ্রাম মাতছে রবি দা ধরা ডানে
বছির খাঁর সাথে উত্তম দা পা ধরে আছে সনে
বছির শেখের উলু ধ্বনি কাড়ল গ্রামের ঘুম
কেউ পর নয় সব যে আপন মাতছে বেজায় ধুম ।
.
এ জনপদে আসবে কি কখনো মাধপুরেরই বাঘ
জাতপাত ভেদ হিংসা ভুলে মিলে যাবে কাঁধে কাঁধ !

রচনাকালঃ
৯/৯/২০১৪
১৪৯নং রুম শহীদ সোহরাওয়ার্দী হল, রাবি।

পঠিত : ৫৯৩ বার

মন্তব্য: ০