Alapon

আমন্ত্রণ


আমন্ত্রণ

আল ফারাবি

                          (রচনাকালঃ ৭/১/১৭, শহীদ সোহরাওয়ার্দী হল, রাবি।)

পদ্মা যমুনার পাড়ে
ইছামতি করতোয়া ধারে
শস্য শ্যামল শান্ত নীড়ে
পাখ পাখালি কোকিলা ভীড়ে
হে সখা হে বিশ্ব
হে মনুষ্য বাউল প্রেমজ্যোতি
ছায়া ঘেরা আমারি গাঁয়ে
আসবে কি নগ্ন পায়ে !
দুর্বা ঘাসে যে মুক্ত হাসে
সংবর্ধনা দিব শ্যামল ঘাসে ।
.
আঁধো পাকা ধানের
দিব কাচা সোনা
সরিষা ফুলের তম
দিব মালা খানা
খেজুরের ঘ্রান রসে
সকাল জাগাবো
পাখির কোমল সুরে
ঘুমটা কাঁড়াবো
দিগন্ত জোড়া মাঠে
দৃষ্টি জোড়াবো
গোধূলির মেঠো পথে
প্রান্ত ঘোরাবো
ঝিঝি পোকার ছন্দরনে
সন্ধা নামাবো !
শিয়ালের সঙ্গীতে
হৃদয় দোলাবো
.
.
নতুন ধানের পিঠা পুলিতে
মাতামাতি দেখাবো গাঁগুলিতে
.
ঢোলের তালে তালে
কিশোরের নাচে
লাঠি খেলা দেখাবো
বাহারি ধাঁচে
দেখাবো দুখে সুখে
বাঁচি মোরা উচ্ছ্বাসে ৷
মনটা ভরে দিব
সজিব উল্লাসে !
.
সুখি মানুষের দেশে
আমাদের গাঁয়
আমন্ত্রন বিশ্ব আপনায়
আমাদের বাংলায় !

পঠিত : ২১৪১ বার

মন্তব্য: ০