Alapon

প্রকৃত ভালোবাসা আজ দেঊলিয়া

নেই কোথাও নেই, ভালবাসা আজ কোথাও নেই, শুধু আছে স্বার্থ সিদ্ধির জন্য ভালাবাসার অভিনয়টা। যদিও প্রযুক্তি আমাদের যোগাযোগ মাধ্যমকে অনেকে এগিয়ে দিয়েছে কিন্তু ভালবাসা এখানে শূন্য। প্রযুক্তি  আমাদের যোগাযোগের জন্য দিয়েছে মোবাইল,  কম্পিউটার, ইন্টারনেট, প্লেন, উন্নতমানের গাড়ি এত কিছুর পরেও আত্মীয় স্বজনদের সাথে মানুষের আন্তরিকতা বাড়েনি বরং কমেছে। আরেকটু এগিয়ে বলা যেতে পারে আমাদের যোগাযোগ ব্যবস্থা এখন সকলের পকেটে। তার পরও আমরা  কোন প্রয়োজন ছাড়া কারো সাথে যোগাযোগ করিনা।সব ঠিক ভাবে আছে শুধু একটু ভালো  ইচ্ছার বড় প্রয়োজন।আগেকার মানুষের আন্তরিকতা, ভালবাসা এমন ছিলো যে কোন প্রকার যানবাহন না থাকার পরেও একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করতো।মাইল কে মেইল পথ পায়ে হেটে পাড়ি দিতো শুরু মাত্র প্রিয় জনদের সাথে দেখা করার জন্য। একটা চিঠি দিয়ে মাসকে মাস অপেক্ষা করতো জবাব পাওয়ার জন্য। আজ সবই আছে শুধু নাই আন্তরিকতা, ভালবাসা,আর একটা সুন্দর মন। বর্তমানে আমরা এতই কৃপন হয়ে গেছি মানুষের সাথে ভালো আচরণ, আন্তরিকতা,আর  মিষ্টি হেসে একটু কথা বলতেও আমাদের কস্ট হয়। সত্যি কথা হল বর্তমান যুগ হল প্রযুক্তির এখানে ভালবাসার কোন স্থান নাই। তবে এখানে জায়গা হয় আবেগের। যার মাধ্যমে দূরের একজন মানুষের সাথে এক মিনিটে পরিচয় দুই মিনিট কথা তারপরের পাচ মিনিটে অনেক কিছু হওয়ায় পর বিছানা পর্যন্ত চলে যাওয়া।  এখানে নিকট আত্মীয়রা  অধিকার দেয়া তো দুরের কথা কেউবা তাদের খোঁজ খবরও নেয় না। মানুষ হয়েও  পশুর মত আচরণ আমাদের। এই প্রকৃত ভালবাসা আমরা দেখতে পাই পশু পাখির কাছে । কিভাবে একটা পাখি তার বাচ্চা গুলোকে প্রচন্ড ঝড় বৃষ্টিতে  অনেক পথ পাড়ি দিয়ে খাবার সংগ্রহ করে এনে খাওয়ায়। আবার তার দুই ডানার মধ্যে তাদের আগলে রাখে। শিখনিয় আছে কুকুরের কাছ থেকে যে তার মুনিব বিপদের সম্মুখীন হলে জীবন দিয়ে তাকে বাচানোর চেস্টা করে। আরো দেখতে পাই অন্যান্য সকল প্রানির মাঝে। একটা কাক বিপদে পড়লে অন্য কাক দেখতে পেলে কা কা শব্দ করে একসাথে অনেক কাক জড়ো করে সাহায্য করবার জন্য। মানুষের মধ্যে কেউ বিপদে পড়লে দাড়িয়ে দাড়িয়ে দেখি আর, নয়তো সেলফি আর ভিডিও করতে ব্যাস্ত থাকি।এসব পশু পাখির কাছে আমরা হেরে গেছি দায়িত্ব পালনে, ভালবাসা দেখাতে এবং অন্যদের ভালবাসতে।আমাদের যত ভালোবাসা প্রয়োজনের সময় উতলিয়ে উঠে।আবার অনেকে টাকার কাছে বিক্রি করে দিচ্ছি। প্রকৃত ভালবাসা দেখাতে কোটি কোটি টাকা খরচ হয় না। শুধু দায়িত্ব আর কর্তব্য ঠিক ভাবে পালন করলেই ভালবাসা ষোল আনা পরিপূর্ণ হয়ে যায়। আর এ জায়গায় আমরা উদাসীন তাইতো আজ মনে হচ্ছে প্রকৃত ভালবাসা আজ দেউলিয়া!!!!!

পঠিত : ১৬৭৩ বার

মন্তব্য: ০