Alapon

অধিকার চাই


অধিকার চাই

আল ফারাবি 

আমার হাতেই দ্রোহ বিদ্রোহ বিধ্বংস
আমি করি বদ সমস্ত বাদ ভষ্ম করি কংস
আমি!  আমি বাঙালি, আমি তিতুমীর
আমি ক্ষুদিরাম, আমি নজরুলের বিঁষের বাঁশি
আমি বারুদের সামনে উন্মুক্ত নূর হোসেন
আমি শোষিতের অভয়, আমি বীর বিশ্বাসী।

বারবার আমি জিতিয়েছি বাংলাকে! আমি!!
আমি সুকান্তের তারুণ্য! আমি অবাধ্য মুক্তিযোদ্ধা!
আমি বঙ্গবন্ধুর ৭ই মার্চ! আমি শেরই বাংলার সাহস, আমি সোহরাওয়ার্দীর স্পর্ধা!

বারুদ নিয়ে খেলিস না! সন্ধ্যা নামবে বারুদে
এ সন্ধ্যাই শেষ সন্ধ্যা হবে কিন্তু! এটাই হবে কাল সন্ধে!
ঘুমন্ত হামিদ, মহি, মতিউর, রুহলদের জাগাস না!
১৭ কোটিকে চিপিস না! ৩৪ কোটি তলোয়ার রোধের হিম্মত কারো নাই!
সাম্য চাই!
ভিক্ষা নয়! অধিকার চাই!!!!!!

পঠিত : ৭৫৫ বার

মন্তব্য: ০