Alapon

ক্যারফান

ক্যারাফান

আল ফারাবি

তপ্ত মুরুর বুকে কে যায় দেখ হেটে
কে যায় ঐ দূর সুদূরে দুর্গম কোন মেঠে!
শ্বাস প্রশ্বাস কারা মরীচিকা ঢেলে
কে যায় ওরা কারা?
শেষ কোথা তার কোন বিকেলে!
পাবে তাদের পাড়া?


হিংস্র বনে হায়েনা সনে বিদ্রুপে চলে কারা?
স্থিরপদে গাঢ় বিপদে! কারা ওরা সব হারা?
সব হারানো দুঃসাহসি, ওদের হারানোর কিছু নেই
কোন পথে ছুটে? সম্মুখ লুটে,  মনজিল পানে চলবেই?

কোন বিশ্বাসী ওরা?
মনে হয় খালিদের সাথি
আরাম ছেড়ে দুঃস জীবনে
খালিদরাই মৃত্যু মাতি।



হে যুবা! ছাড় মেহবুবা! ঐ কাফেলায় আঁটো গাট!
সাথ ধরো!  বিজলি গতিতে, সত্য লুটিতে মৃত্যু বাজিমাত!
শ্বাস আজ বিশ্রাম নিক! অবিশ্বাসে আপোষ নয়
শহীদি জজবায় জীবন তুচ্ছ,  মৃত্যরই হয় জয়!
চকচকে ভবে  বন্দি থাকবে! নাকি ছুটবে সাথিগণ?
এখন মৌসুম চষা জল, মুরু, খে, স্থল ক্যারাফন!

পঠিত : ৭৩৭ বার

মন্তব্য: ০