Alapon

আমার চোখে প্রকাশনা জগতের একাল-সেকাল!

বইয়ের বাজারের অবস্থা দেখে মনে হচ্ছে কিছুদিন পরে সেক্যুলার ঘরানার পাবলিশাররা বলবে, ‘ধুর, বাঙালরা বই পড়ে না। খালি ভাত খায় আর ঘুমায়।’

আর ইদানিং ইসলামি ধারার পাবলিশাররা বলছে, ‘পাঠকের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে। এখন সারা বছর বেশ ভালো বিক্রি হয়।’

এ কথা বলার কারণ, প্রকাশনা জগতের সাথে সম্পর্ক থাকার কারণে এবং নিজের গরজে আজিজ সুপারে যাতায়াত করি; সাথে কনকর্ডেও যাওয়া হয়। কনকর্ডের তুলনায় আজিজে বইয়ের দোকানদারদের অবস্থা তুলনামূলক ভালো। কনকর্ড-এ প্রায় সবই সেক্যুলার ঘরানার পাবলিশার। প্রায় সময়ই দেখি তারা দোকান বন্ধ করে অথবা দোকান খোলা রেখেই হাওয়া। খানিক এদিক-ওদিক খোঁজাখুঁজির পর তাদের দেখা পাওয়া যায়।

একজনকে জিজ্ঞেস করে বসলাম, ‘কী ভাই দোকানে মন টিকে না?’
সে করুণ হাসি দিয়ে বলল, ‘মন টিকবো ক্যামনে, কাস্টমার না থাকলে মন টিকে! কাস্টমার থাকলে, শপে ১২-১৪ ঘন্টা অনায়াসে থাকা যায়! কাস্টমার না থাকলে ১ টা ঘন্টাতেই কেমন দম বন্ধ লাগে!’

এবার বাংলাবাজারের ইসলামি টাওয়ারের কথা বলি। প্রায় সারাটা বছর সেখানে মানুষজন গিজগিজ করে।

আমার পরিচিত একজন প্রকাশকের কথা বলি! প্রায়ই বাংলাবাজারে তার সাথে দেখা হয়। গতদিন জরুরী একটা কাজে ফকিরাপুলের একটা প্রেসে গেলাম। সেখানে গিয়ে দেখি সেই ভদ্রলোক! তাকে ঠাট্রা করে বললাম, ‘সারাদিন যদি ব্যবসা নিয়েই থাকেন, ঘরে বউ থাকবে?’
তিনি মুচকি হাসি দিয়ে বললেন, ‘আপনার ভাবির সহযোগিতা পাচ্ছি বলেই না, এমন নিশ্চিন্তে পরিশ্রম করতে পারছি।’

তাকে বললাম, ‘আপনারাতো বইমেলায় স্টল পাননি! তারপরও এত্তো ব্যস্ত যে?’
তিনি বললেন, ‘আলহামদুলিল্লাহ! আমাদের বইমেলা লাগে না ভাই। বইমেলা ছাড়াও সারাবছর ভালো বই চলে। দিনদিন পাঠক বেড়েই চলেছে।’

যদিও বইমেলা বিশেষত সেক্যুলার প্রকাশনীদের জন্য। কিন্তু পাঠকদের সার্বিক অবস্থা দেখে মনে হচ্ছে, অধিকাংশরাই ইসলামি প্রকাশনী গুলোর দিকে তাকিয়ে আছে । যেমন, সমকালীন প্রকাশনী থেকে আরিফ আজাদ ভাইয়ের প্যারাডক্সিক্যাল সাজিদ-২, রুহামা পাবলিকেশনের বইগুলো , সমর্পন থেকে ‘সুবহে সাদিক সিরিজ’, সিয়ান থেকে শিশুতোষ বই এবং গার্ডিয়ান পাবলিকেশন থেকে প্রকাশিতব্য ‘সাইমুম সমগ্র’ ও হাফিজুর ভাইয়ের ‘আমার দেখা তুরস্ক’ বইয়ের জন্য পাঠকেরা অধির আগ্রহে অপেক্ষা করছে।

অথচ ২০১৫ সালে আমি যখন প্রথম বাংলাবাজারে যাই, তখন ইসলামি ঘরানার অধিকাংশ প্রকাশকরাই বলত, ‘বেচা-বিক্রি নাই! এই ব্যবসা আর টিকে কিনা সন্দেহ!’

সেক্যুলার পাড়ায় সারা বছর বই বিক্রির যে অবস্থা, তাতে দুদিন পর হয়তো তারাই বলবে, ‘এই ব্যবসা টিকে কিনা সন্দেহ!’


পঠিত : ৭১৯ বার

মন্তব্য: ০