Alapon

ছন্দ

  No photo description available.



মাত্রাবৃত্ত ছন্দ:
এখানে আপনাকে জানতে হবে ১মে মাত্রা কিভাবে গুণতে হয়, তারপর পর্ব কিভাবে সাজাতে হয়। ১মে বলি মাত্রাবৃত্ত ছন্দে প্রতিটা মুক্তস্বর১  আর বদ্ধস্বর ২মাত্রা।
যেমন দেখুন:
*দক্ষিনা ৪(দক২+খিনা২)
*ব্যাপারখানা ৫( ব্যা+পার২+ খা+ না),
একদিন ৪ কারন এক২ দি১ন১

দেখুন, পার এক, দক,খিনা সব বদ্ধস্বর তাই ২ মাত্রা আর বাকি সব মুক্তস্বর তাই ১ মাত্রা।

এবার আসুন পর্বে।

মাত্রাবৃত্তে ৪,৫,৬,৭,৮মুল পর্ব রাখতে পারুন। আর
তারসাথে অপুর্নপর্ব ১/২/৩/৪/ ৫/৬/৭/৮ ইত্যাদি রাখতে পারেন। তবে খেয়াল রাখতে হবে অপূর্ণপর্ব যেন মুল পর্বের চেয়ে বড় না হয়। আর আপনি না অপূর্ন না রাখলেও পারেন পর্ব।
৪+৪+৪,৬+৬+৬,৭+৭,৮+৮ এভাবেও সাজাতে পারেন। যেমন: মুল পর্ব ৬আর অপূর্নপর্ব ২/

পঠিত : ৬৫১ বার

মন্তব্য: ০