Alapon

রাজনৈতিক স্বার্থ উদ্ধার করতে গিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং নিরাপত্তা আজ হুমকির মুখে...

অতি সম্প্রতি আমেরিকা বাংলাদেশ কেন্দ্রিক রেড এলার্ট জারি করেছে এবং তাদের দেশের নাগরিকদের বাংলাদেশে চলাচলে সতর্ক থাকতে বলেছে। আমেরিকার বাংলাদেশ কেন্দ্রিক এহেন রেড এলার্ট জারি করার রেওয়াজ সেই ২০১২ সাল থেকে নিয়মিত বিরতিতে চলে আসছে। অবশ্য তারা এমনি-এমনি রেড এলার্ট জারি করে না। তাদের বারংবার ভয় দেখানো হয়েছে, ‘বাংলাদেশে জঙ্গি রয়েছে। জঙ্গিদের মদদদাতা রয়েছে। বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে, তালেবানদের দেশ হয়ে যাবে।’ 

এসব বলে আমেরিকাকে ভয় দেখানো হয়েছে। এই ভয় কারা দেখিয়েছে?

আমাদের দেশের আওয়ামীলীগ সরকারই দেখিয়েছে। অথচ আজ আওয়ামীলীগের সভাপতি এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকার এহেন রেড এলার্ট জারি করণে ভীষণ অবাক হয়েছেন। অবাক হয়ে বলেছেন, ‘আমেরিকা রেড এলার্ট জারি করল কেন; খোঁজ নিচ্ছি!’

অথচ দেশে যখন সরকার বিরোধী আন্দোলন তুঙ্গে ছিল, বিরোধী দল বিএনপি এবং জামায়াত যখন সারাদেশে শান্তিপূর্ণ আন্দোলন করে সারাদেশে জনমত তৈরী করছিল, ঠিক তখনই আওয়ামীলীগ সরকার তাদের ভাড়া করা লবিস্ট দিয়ে আমেরিকা সরকারকে বোঝাল এগুলো জঙ্গি কার্যক্রম। এরপর আন্দোলন যখন আরও ব্যাপক আকার ধারণ করল, তখন আওয়ামীলীগ সরকার পুলিশ র‌্যাব দিয়ে তাদের উপর নির্দয়ভাবে গুলি চালাতে বাধ্য করল। র‌্যাব দিয়ে বিরোধী দলের নেতাদের গুম এবং ক্রসফায়ারে হত্যা করতে শুরু করল। সরকারী গোয়েন্দা বাহিনি দ্বারা বিরোধী দলের নেতা-কর্মীদের গুম এবং খুন করতে লাগল। এরপর এসব ঘটনাকে জায়েজ করতে আওয়ামীলীগ সরকার ‘জঙ্গি’ জোয়ার তুলল। তারা বহিঃবিশ্বে গিয়ে গলা উঁচু করে বলল, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। জামায়াত জঙ্গিদের মদদদাতা। অতএব তাদের মারতে হবে। 

এসব বলে কয়ে নাকি কান্না করে আওয়ামীলীগ সরকার গত ৭ টি বছর বহিঃবিশ্বের মানুষকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছে, বাংলাদেশ  একটি জঙ্গি আক্রান্ত দেশ। আর এই দেশকে জঙ্গি মুক্ত রাখতে ভোটারবিহিন নির্বাচন বা রাতের আধারে ব্যালট ভরিয়ে হলেও আওয়ামীলীগ সরকারকেই ক্ষমতায় রাখতে হবে। 

এসব বলে কয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের গুম, খুন, ক্রসফায়ার এবং মিথ্যা মামলায় জেলে পুরে যখন সব শান্ত করা হয়ে গেছে তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এলার্ট জারি আমেরিকার প্রাকটিস হয়ে গেছে।’

বহিঃবিশ্ব বাংলাদেশকে যে  একটি ঝুঁকি পূর্ণ রাষ্ট্র হিসেবে চিন্হিত করতেছে এর দ্বায়, শেখ হাসিনা এবং আওয়ামীলীগ সরকারকেই নিতে হবে। কেননা, তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করতে গিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং নিরাপত্তা আজ হুমকির মুখে। অথচ দেশটাই যদি না থাকে, তবে শেখ হাসিনা এবং আওয়ামীলীগ রাজনীতি করবে কোথায়? তাদের অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়াবে? 

আমাদের রাজনীতিবিদরা দেশকে নিয়ে এভাবে দায়িত্বশীল ভাবনা ভাবেন?

পঠিত : ১২১৬ বার

মন্তব্য: ০