Alapon

ছোটদের স্নেহ করতে শিখুন

বড়রা ছোটদের স্নেহ করতে ভুলে যাচ্ছে। সমাজের একজন ব্যক্তি যতই অসম্মানিত হোক সে যদি ছোটদের স্নেহ করে তবে বাধ্যতামূলকভাবে ছোটরা তাকে সম্মান করবে। প্রতিটি সমাজেই স্থানীয়ভাবে কিছু কথিত মাস্তান থাকে যাদের সবাই সম্মান করে। প্রত্যক্ষভাবে সালাম দিয়ে গভীর শ্রদ্ধা প্রকাশ করলেও পরোক্ষভাবে গালাগালি করে। যা কখনো প্রকৃত সম্মান হতে পারে না। মানুষ ভয়ে ও ক্ষমতার কারণে যে সম্মান করে তা ওই ব্যক্তিকে করে না ক্ষমতাকে করে। 

তাই প্রকৃত সম্মান অর্জন করতে হলে ছোটদের বড়দের সম্মান করার পাশাপাশি বড়দের ছোটদের স্নেহ করা উচিত। তা ছাড়া সবার মনে রাখা প্রয়োজন ক্ষমতার ভয় দেখিয়ে সাময়িক সম্মান অর্জন করা গেলেও প্রকৃত সম্মান কখনই অর্জন করা সম্ভব নয়।#সংগ্রহ


পঠিত : ১৯৯৯ বার

মন্তব্য: ০