Alapon

শেষ নিশ্বাস পর্যন্ত লড়ে গেল মেয়েটি। #নুসরাতকে বাচানো গেল না।

মনে হয় আমরাই হেরে গেরাম। হেরে গেলাম নৃশংসতা ও নির্যাতনের কাছে।

আমি এ অন্যায়ের প্রতিবাদ করব। শেষ নিশ্বাস থাকা পর্যন্ত।

অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফী ফেনীর সোনাগাজী থেকে ঢাকায় আসার পর এতটুকু বলে দম নিয়েছিলেন। দু-একটা কথার পর চিৎকার করে বলে উঠছিলেন,
এ অন্যায়ের প্রতিবাদ করব,আমি সারা বাংলাদেশের কাছে বলব,প্রধানমন্ত্রীর কাছে বলব, সারা দুনিয়ার কাছে বলব,এই অন্যায়ের প্রতিবাদ করব।

প্রতিবাদী নুসরাত শেষ নিশ্বাস পর্যন্ত লরাই করেই চলে গেলেন। 
৫ দিন মৃত্যুর সাথে লড়াই করে গতকাল বুধবার রাত সাড়ে নয়টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মারা গেলেন মেয়েটি।
                                                সংগ্রহ ঃ প্রথম আলো।

প্রতিবাদী কন্ঠসর একের পর এক তৈরি হচ্ছে কিন্তু তাদের কন্ঠ বার বার দমিয়ে দেওয়া হচ্ছে।

আমরা দেখেছি কোট সংস্কার, নিরাপদ সরক চাই সহ বিভিন্ন যৌক্তিক আন্দলনকে দমিয়ে দেয়ার পরিস্থিতি। 

আর কত শিক্ষার্থীর লাশ পড়ার পর ন্যায্য দাবি আদায় করতে পারবে। হতবাঘা শিক্ষার্থীরা আজ কি তারা ফিরে পাবে তাদের ন্যায্য দাবী।

 আজ হয়তো পৃথিবীর আদালতে ন্যায্য বিচার পেল নুসরাত জাহান রাফী।
আল্লাহর আদালতে অবশ্যয়ই ন্যায্য বিচার পাবে।
        

পঠিত : ৯৩৮ বার

মন্তব্য: ০