Alapon

বাঞ্ছারামপুর নুসরাত হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

সোহাইল আহমেদ: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি শাহরাহাত আলী উচ্চবিদ্যালয় ফেনী জেলার সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে অধ্যক্ষ সিরাজৌদ্দুলাসহ সকল খুনীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে উপজেলার শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিলটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্কুল প্রাঙ্গনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা নুসরাত হত্যাকারী অধ্যক্ষ সিরাজৌদ্দুল্লাসহ সকল খুনীদের দ্রুত সময়ের মধ্যে দ্রুত বিচার ট্রাইবোনালে বিচার করার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম (তুষার), প্রধান শিক্ষক মোঃ আবদুল করিম, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ খোরশেদ আলম, মোঃ মনির ভূইয়া, মোঃ কামরুল হাসান, স্কুলের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ দারুস সালাম কাজল, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ফুল মিয়া চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহ জালাল প্রমুখ।
সোহাইল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া সংবাদ।

পঠিত : ১২১৬ বার

মন্তব্য: ০