Alapon

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন করলেন-সেলিমা আহমাদ (মেরী) এমপি

মো.নাছির উদ্দিন-হোমনা-কুমিল্লা।

“স্বাস্থ্য সেবা অধিকার ,শেখ হাসিনা অঙ্গীকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনা-তিতাস দুই উপজেলায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ শুরু হয়েছে । মঙ্গলবার সকাল১১টায় এবং দুপুর ১২ টায় প্রধান অতিথি হিসেবে এ স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী) এমপি । উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন প্রান্তিক জনগোষ্টির চিকিৎসা সেবা নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। স্বাস্থ্যখাতে নানা মূখী কর্মসূচী বাস্তবায়ন করে সব ধরনের দুর্নীতি বা অনিয়ম রোধে সরকার বদ্ধপরিকর ।



উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেলিমা আহমাদ মেরী এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র এ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, পৌর আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো.আব্দুল হক সরকার , ডাক্তার মো. শহিদ উল্লাহ, আ’লীগ নেতা শাহিনুজ্জামান খোকন, মো. আব্দুস সালাম ভুইয়া, তিতাস উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য বিষয়ক অফিসার ডাঃ মো. নজরুল ইসলাম. উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো.শওকত আলী, সাধারন সম্পাদক ও কড়িকান্দি সদর ইউপি চেয়ারম্যান মো. মহসীন ভূইয়া ,উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ,তিতাস উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফরিদা ইয়াসমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম প্রমুখ।
সোহাইল আহ‌মেদ/ব্রাহ্মণবা‌ড়িয়া সংবাদ

পঠিত : ৬৬৯ বার

মন্তব্য: ০