Alapon

বাঞ্ছারামপুর মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল বিতরণ



মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া  বাঞ্ছারামপুর উপজেলা অডিটোরিয়াম চত্বরে  উপজেলা মৎস্য দপ্তর বাস্তবায়নে  আজ দুপুরে 
 ২০১৮ -২০১৯ অর্থ বছরে বৃহত্তর কুমিল্লা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ষক
(এ,আই,জি,এ)কার্যক্রম নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে বাঞ্ছারামপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামে গরীব জেলেদের মাঝে ২টি করে ছাগল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ নূরুল ইসলাম বলেন জননেত্রী শেখ হাসিনা আপনাদের কথা চিন্তা করে কিন্তু বি এন পি সরকার আপনাদের কথা চিন্তা করে নাই,কি ভাবে আপনাদের উন্নয়ন হবে সেই চিন্তা শেখ হাসিনা করেন, আপনারা ক্যাপ্টেন তাজ সাহেবকে ভোট দিলে সেই ভোট শেখ হাসিনা পাবে।উপজেলা ভাইস চেয়ারম্যান ও কৃষকলীগ সভাপতি মিন্টু রঞ্জন সাহা বলেন আপনারা গরীব মানুষ জেলে নিরহ মাছ ধরা আপনাদের পেশা আপনাদের কথা শেখ হাসিনা ভেবে আপনাদের বাড়তি একটা আয়ের জন্য আপনাদেরকে ২টা করে ছাগল পালনের জন্য দিয়াছে,এক সময় অনেক ছাগল হবে ঐ টাকা দিয়া একটা কিছু করা যাবে। এসময় আরো উপস্হিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা লীগের সাধারণ সম্পাদক  মিসেস জলি আমির,মৎস্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

পঠিত : ৬২৯ বার

মন্তব্য: ০