Alapon

ডিমের পর এবার বাজারে প্লাস্টিকের বাধাকপি

ডিমটা আসল না নকল! নকল-প্লাস্টিকের ডিম প্রকাশ্যে আসার পর বাজার কিংবা মুদিখানার দোকানে এখন এটাই চর্চা।  দাদা, ডিমটা আসল তো? দোকানদার আসল বলে বিক্রি করলেও যেন সেই অর্থে সাহস পাচ্ছে না ক্রেতারা।  বাড়িতে এসেও ডিম রান্নার আগে দুবার ভাবতে বাধ্য হচ্ছেন তাঁরা।  কার্যত ডিম আতঙ্কে বাঙালি।  এবার সেই শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিও।


যেখানে দাবি করা হচ্ছে যে বাধাকপিটা নাকি প্লাস্টিকের।  সেটা আগুনে পুড়িয়েও দেখা হয়।  দেখা যায়, সেটা না পুড়ে বরং রবারের মতো ক্রমশ টানলে বেড়ে যাচ্ছে।  ফলে, যিনি এই বাধাকপিটি কিনেছেন তাঁর মধ্যে শঙ্কা তৈরি হয় যে কপিটা সম্ভবত প্লাস্টিকের।  আর পুরো বিষয়টি সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হলে, তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে[ভিডিও লিংক]।  পাশাপাশি, তৈরি হয় মানুষের মধ্যে শঙ্কাও।

পঠিত : ৬৬৫ বার

মন্তব্য: ০