Alapon

ছবিব্লগ : সেন্টমার্টিন

বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বলা যায় সেন্টমার্টিনকে।  সেন্টমার্টিন যাওয়ার পরিকল্পনা মানেই শরীরে আলাদা একটি শিহরণ।  যারা এখনো সেন্টমার্টিনে যাননি তাদের জন্য এই ছবিব্লগ।


 



সেন্টমার্টিন জাহাজঘাট।


 



সেন্টমার্টিন দ্বীপের প্রবেশ দ্বার


 



সেন্টমার্টিনের প্রবেশদ্বার সংলগ্ন বাজার।


 


 



সেন্টমার্টিনের একমাত্র গনপরিবহন,  তবে মাল বহনের জন্য কয়েকটি ঠেলাগাড়িও আছে  এই দ্বীপে।


 



সেন্টমার্টিনের হোটেলগুলোতে এভাবে তাজা মাছ কেটে সাজিয়ে রাখা হয়।  এখান থেকে পছন্দ করে অর্ডার করলেই মাছ ভেজে খাবারের সাথে তারা পরিবেশন করে।  প্রতি পিছ মাছের দাম ১৫০- ১৮০ টাকা। সাথে ভাত, ডাল ও অন্য তরকারি ফ্রি।


 



সাগরপাড়ে শুটকীর মাচা


 



শুটকী শুকাতে দেয়া হচ্ছে। যদিও কয়েকদিন ধরে রোদের দেখা নেই। 


 



ঝিনুক কুড়াচ্ছে সেন্টমার্টিনের শিশুরা।


 



মেঘাচ্ছন্ন আকাশ ও সাগরবেষ্টিত সেন্টমার্টিন বীচের একাংশ।


 



সেন্টমার্টিন বীচের জীবন্ত পাথর ও উত্তাল সাগরের ঢেউ।


 


আপাতত এগুলোই। আমরা যখন সেন্টমার্টিন যাই, তখন আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিলো।  আবহাওয়া খারাপ থাকার কারনে প্রায় ৫ দিন সাগরে জাহাজ চলতে পারেনি। যেকারণে এ ক’দিন সেন্টমার্টিনে আটকা থাকতে হয়।  মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারনেই ছবিগুলো একটু ঘোলাটে এসেছে। রৌদ্রোজ্জল দিনে সেন্টমার্টিন আরো অনেক অনেক সুন্দর।  ছবিগুলো তোলা হয়েছে স্যামসাং জে৩ ফোন দিয়ে।  ধন্যবাদ সবাইকে।

পঠিত : ৪২০২০৮ বার

মন্তব্য: ০