Alapon

বাংলা নববর্ষ ও অামাদের সাংস্কৃতির কিছু কথা

বাংলা বর্ষের উৎপত্তিঃ বাংলা নববর্ষের উৎপত্তি মূলতঃ হিজরি বর্ষ থেকে। 


বাংলা বর্ষের প্রণেতাঃ বাংলা নববর্ষের প্রবর্তক সম্রাট অাকবর।


বাংলা বর্ষ প্রণয়নের কারণঃ তৎকালিন সময়ে ভারতিয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত ছিলো। রাষ্টীয় সকল কার্যক্রম অারবি সাল অনুযায়ী সম্পাদিত হতো। এর ফলে, অারবি সাল হিসাবে খাজনা পরিশোধ করা লাকতো। কিন্তু উপমহাদেশের শষ্য ক্ষেত, ফসলাদি কর নেওয়ার ক্ষেত্রে সমস্যা পরিলক্ষিত হতে থাকাই সম্রাট অাকবর বাংলা বর্ষ প্রনয়নের প্রয়োজনীয়তা অনুভব করেন।


সম্রাট অাকবরের চিন্তার ফসল হলো বাংলা নববর্ষ।


বাংলা সনের উদাভাবকঃ যদি ধর্মীয় দৃষ্টিতে বিবেচনা করা হয় তবে বলতে হয় বাংলা বর্ষ প্রণয়ন করেছে মুসলিম জাতী।


বাঙালী সাংস্কৃতিঃ যারা বাঙালী সাংস্কৃতির কথা ববলেন তারা মুসলিম সাংস্কৃতির কথা এড়িয়ে যান। যারা সাংস্কৃতির কথা বলেন। নিজেদের বড় সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব মনে করেন তারা শুধু হিন্দু সাংস্কৃতির বিভিন্ন দিককে বাংলা সাংস্কৃতির অংশ বলে চালিয়েদেন। মুসলিম সাংস্কৃতিকে অস্বিকার করেন। অাসলে মুসলিম সাংস্কৃতি ও বাঙালি সাংস্কৃতির একটি অবিচ্ছেদ্যো অংশ এটা অস্বিকার করলে বাঙালীর সাংস্কৃতিকেই অস্বিকার করা হবে।


মঙ্গল শোভাযাত্রাঃ অনেকেই মঙ্গল শোভাযাত্রাকে বাংলা নববর্ষের অংশ হিসেবে বিবেচনা করছেন, অাসলে মঙ্গল শোভাযাত্রার সাথে বাংলা নববর্ষ পালনের কোন সম্পর্ক নেই।


প্রত্যেক সচেতন ব্যক্তিকেই সাংস্কৃতি সম্পর্কে সচেতন হওয়া দরকার।

পঠিত : ১২৭৮ বার

মন্তব্য: ০