Alapon

ইরানি কমান্ডার কাসেম সোলাইমানি ও তৃতীয় বিশ্বযুদ্ধ !


মেজর কাসেম সোলাইমানি সবার কাছে যিনি হাজি কাসেম নামে পরিচিত। ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় নিহত হবার খবর যখন ইরাক-ইরান সীমান্ত পেরিয়ে ইরানে ছড়িয়ে পড়ে ঠিক তখন ইরানি জনগণের মাঝে নেমে আসে শোকের ছায়া।

ইরানিদের কাছে হাজি কাসেম শুধু একটি নাম ছিলোনা, ছিলো একটি নক্ষত্র। যিনি অনেকের কাছে ‘’শত্রুদের দুঃস্বপ্ন’’ আর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি যাকে ‘’জীবন্ত শহীদ’’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পরে ঘটিত হওয়া ইরানের রেভল্যুশনারি গার্ড বা আইআরজিসির প্রধানের দায়িত্বে ছিলেন নিহত এই কমান্ডার সোলাইমানি। যিনি ধীরে ধীরে আল কুদসের শাখাগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্যের সিরিয়া, ইয়ামেন, লেবানন, ইরাকে নিজের ভাবনার প্রতিফলন ঘটিয়ে সামরিক ভারসাম্যে পরিবর্তন ঘটাতে ভূমিকা রেখেছিলেন বললে ভুল হবেনা। ৬৩ বছর বয়সের জেনারেল সোলাইমানির চিন্তা শক্তি আর সামরিক কৌশলই মূলত মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক প্রভাবে ভূমিকা রেখেছিল।

লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদ, ইয়ামেনের হুতি ইত্যাদি সংগঠনের কাছেও যার ছিল গ্রহনযোগ্যতা, যা পশ্চিমা বিশ্বকে এবং ইসরাইলকে ভাবিয়েছিল। এটাও অস্বীকার করার নই যে, ইসরাইলের মোশাদ আর যুক্তরাষ্ট্রের সিআইএ এর হিটলিস্টে সোলাইমানি সর্বাগ্রেই ছিলেন। এর সুত্র ধরেই কয়েকবার হামলার চিন্তা করেও কোন কারণে এতটা সময় নিতে চেয়েছিল তাঁরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প সেই অপেক্ষার দিন শেষ করে নির্বাচনের আগেই জনগণের দৃষ্টি কাড়তে জেনারেল সোলাইমানিকে সরাসরি হত্যার নির্দেশ দেন। একজন প্রেসিডেন্ট যখন নিজ থেকে ঘোষণা দিয়ে অন্য একটি দেশের সামরিক প্রধানকে হত্যার নির্দেশ দেন তখন ভাবায় যায় জেনারেল কাসেমি শুধু একজন সামরিক প্রধান ছিলেন না, তিনি ছিলেন বিরোধীদের ঘুম হারাম করা শত্রুদের দুঃস্বপ্ন।

তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন?

বলা বাহুল্য, ইরান এমন একজন নক্ষত্র হত্যার জবাব সহজভাবে দিবেনা। এ হত্যার পরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অপরাধীদের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে। অনেকে ভাবতে পারেন, এ অবস্থায় ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেমন প্রতিক্রিয়া দেখাবেনা, এর মুল কারণ হিসেবে তাঁরা দেখছেন ইরানের উপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের প্রতিনিয়ত দেয়া নতুন নতুন অবরোধের মুখে ইরানের অর্থনীতি খারাপ অবস্থাকে। সম্প্রতি ইরানে অর্থনীতি নিয়ে ইরানের রাজপথে কিছু সংখ্যক ইরানিদের বিক্ষোভ করতে দেখা গেছে। অনেকে অর্থনীতি এই অবস্থা নিয়ে সরকারের প্রতি নাখোশ বলেও দেখা যায়। এবং একারণে অনেকেই মনে করেন ইরান সরকার যদি যুদ্ধেরও সিদ্ধান্ত নেয় তবে জনগণের কাছে থেকে তেমন একটা সাড়া পাবেনা। কিন্তু আসলেই কি তাই?

আমরা যদি ইরানের আশির দশকের ইতিহাসের দিকে তাকায় তবে দেখবো ১৯৭৯ সালে ইরান যখন কেবলমাত্র ইসলামী বিপ্লবের মাধ্যমে নতুন ইরান গঠনের প্রক্রিয়া শুরু করছে ঠিক সেই মুহুর্তে পশ্চিমারা এক বছরের মাথায় ১৯৮০ সালে ইসলামি বিপ্লবের নাজুক অবস্থাকে ব্যবহার করে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হতে পেছন থেকে উজ্জিবিত করে।

এমন অবস্থায় ইরানের সে সময়ের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির ডাকে শহীদ হওয়ার উন্মাদনা নিয়ে ইরাকি মেশিনগান আর মাটিতে মাইন পোঁতা এলাকা পেরিয়ে দলে দলে ইরানিরা ইরাকি অবস্থানের ওপর ঝাঁপিয়ে পড়তে শুরু করে। সর্বোচ্চ নেতার ডাকে ইরানিরা নিজেদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে গিয়ে নিহত হন প্রায় ২ লক্ষ ৩০ হাজার ইরানি।

এই মুহুর্তে সবার চোখ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ব্রিগেডের নতুন প্রধান মেজর জেনারেল ইসমাইল গণির দিকে। তাঁদের সিদ্ধান্তই বলে দিবে জেনারেল সোলাইমানির মত নক্ষত্রের জবাব ইরান কিভাবে দিবে।

লেখকঃ কামরুজ্জামান নাবিল

পঠিত : ৫৬৪ বার

মন্তব্য: ০