Alapon

আসুন নিজেকে এবং নিজের দৃষ্টিভঙ্গি বদলাই...


একদিন, গ্রামে একজন পন্ডিত ব্যক্তি বেড়াতে আসলেন। তার আসার সংবাদ পেয়ে গ্রামের অনেকেই তার সঙ্গে দেখা করতে আসলেন। তাদের মধ্যে একজন যুবক তাকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করলেন।
পন্ডিত সাহেব তার সাধ্যের সবটুকু দিয়ে উত্তর দিতে লাগলেন। কিন্তু তারপরও সেই যুবককে তিনি কোনোভাবেই সন্তুষ্ট করতে পারলেন না।

তখন পন্ডিত সাহেব বললেন, আচ্ছা! মনে কর, তোমাকে একটা ঘরে বন্ধ করে রাখা হল। সেই ঘরে কোনো জানালা নেই। ঘরটি বন্ধ করার আগে তোমার হাতে একটি ছোট্ট হাতুড়ি দেওয়া হল। সেইসাথে তোমাকে বলা হল, হাতুড়ি দিয়ে ঐ ঘরটির দেয়ালে আঘাত কর এবং একটি ছিদ্র কর।
যুবকটি বলল, ‘হুম ছিদ্র করেছি।’

পন্ডিত সাহেব প্রশ্ন করলেন, ‘কী দেখতে পাচ্ছো?’
যুবকটি চোখ বন্ধ করে বলল, ‘সেই ছিদ্র দিয়ে ধানক্ষেতের কিছু অংশ দেখা যাচ্ছে। একটি গাছের কয়েকটি পাতা আর একটি কুকুরের লেজ দেখতে পাচ্ছি।’

তখন পন্ডিত সাহেব বললেন, ‘তুমি আরো একটু ছিদ্র কর। ছিদ্রটাকে প্রশস্ত কর। তারপর কী দেখতে পাচ্ছো?’
যুবকটি বলল, ‘সম্পূর্ণ ধানক্ষেত দেখতে পাচ্ছি। কুুুুকুরটাকে দেখতে পাচ্ছি। গাছটাকেও দেখতে পাচ্ছি।’
তখন পন্ডিত সাহেব বললেন, ‘তুমি কী সম্পূর্ণ আকাশটা দেখতে পাচ্ছো?
যুবক বললেন, ‘না, তা দেখতে পাচ্ছি না।’
পন্ডিত সাহেব বললেন, ‘ছিদ্র যদি আরো একটু বড় করো, তারপরও কী সম্পূর্ণ আকাশ দেখতে পারবে?’
যুবক জবাবে বলল, ‘না, তারপরও সম্পূর্ণ আকাশ দেখতে পারবো না। সম্পূর্ণ আকাশ দেখতে হলে আমাকে এই বদ্ধ ঘর থেকে বেরিয়ে আসতে হবে।’

পন্ডিত সাহেব বললেন, ‘এটাই হলো, দৃষ্টিভঙ্গি। আমরা যখন জ্ঞানের ছোট্ট ঘরে আবদ্ধ থাকবো, তখন আমাদের দৃষ্টি ভঙ্গি কুকুরের লেজ দেখার মাঝেই সীমাবদ্ধ থাকবে। কুকুরের লেজ দেখতে দেখতে এক সময় মহাবিশাল আকাশের কথাই ভুলে যাবে। তখন শুধু কুকুরের লেজটাকেই পৃথিবী মনে হবে।’

আর আমরা যখন প্রকৃত জ্ঞানের স্বাদ পাবো তখন দৃষ্টিভঙ্গি কুকুরের লেজের মধ্যে আবদ্ধ থাকবে না। তখন আমরা বদ্ধ ঘর থেকে শৃঙ্খল মুক্ত হয়ে মহাবিশাল আকাশ দেখতে পাবো। বিশাল আকাশের মত একটা বড় মন পাবো। যা দিয়ে সবাইকেই ভালোবাসা যাবে। যে ভালোবাসা দিয়ে গড়ে উঠবে একটি ভালোবাসাময় পৃথিবী। আসুন নিজেকে বদলাই। নিজের দৃষ্টিটাকে বদলাই। দৃষ্টিভঙ্গিটাকে বদলাই।

পঠিত : ৬২৮ বার

মন্তব্য: ০