Alapon

হারাম রক্ত আলাদা করবেন?

একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক শস্য বিক্রেতার পাশ দিয়ে যাচ্ছিলেন, দ্রব্যাদি অস্বাভাবিক মনে হওয়ায় তিনি স্তূপের ভেতরে হাত ঢুকালেন, দেখা গেল: উপরিভাগে রয়েছে শুকনো শস্য আর ভেতরে ভেজা।

তিনি বললেন, ‘ওহে দোকানের মালিক! এটি কি?
জওয়াবে দোকানী বলল, হে আল্লাহর রাসুল! বৃষ্টির কারণে এরূপ হয়েছে।

এ কথা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- তুমি ভেজাগুলো ওপরে রাখলে না কেন? তাহলে ক্রেতাগণ এর অবস্থা দেখতে পেত (প্রতারিত হতো না)। যে ধোকা দেয় সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না।

(বুখারী ৩০৯/৪, মুসলিম ১৫১৫, তিরমিযি ১৩০৪, আবু দাউদ ৩৪৩৮ মুল আরবী। বর্ণনাকারী: আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু)

নোট: বৃষ্টি ভেজা শস্য/খেজুর কোন ক্ষতিকারক জিনিস নয়। কিন্তু তথাপি এ অবস্থা দেখে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন যে, “যে মানুষকে ধোকা দেয় সে আমার উম্মাতের মধ্যে গণ্য হবেনা”।

এ যুগের ফরমালিন, কারবাইড, টেষ্টিং সল্ট, সোডিয়াম সাইক্লামেট (যা মানুষকে কষ্ট দিয়ে দিয়ে তিলে তিলে মারে) ইত্যাদি দেখে রাসুল সা: কি বলতেন??

একাজগুলো যারা করেন তাদের বেশীর ভাগই মুসলিম সন্তান। হয়তো দেখা যাবে তারা হজেও যান, নামাজ রোজাও করেন।
কেউ কেউ আবার হজে যাবার টাকা হালাল উৎস থেকে যোগাড় করেন কিন্তু তার শরীরের রক্ত গোশত তৈরী হচ্ছে হারাম টাকায়।

প্রশ্ন হচ্ছে আপনি হজে যাবার টাকা হালাল উৎস থেকে আলাদাভাবে যোগাড় করলেন, কিন্তু আপনার শরীরের হারাম রক্ত, গোশত আলাদা করবেন কিভাবে??

পঠিত : ৪৪৫ বার

মন্তব্য: ০