Alapon

বর্তমান ভারতের যা অবস্থা...


১) মার খেয়ে রাস্তায় পড়ে থাকা মানুষকে লাঠি দিয়ে খোঁচাচ্ছে পুলিশ৷ ভয়ে কাঁপতে কাঁপতে মানুষ জাতীয় সংগীত গাইছে৷ ছেলেগুলোকে বলা হচ্ছে, 'আর চাইবি আজাদি?' ছেলেগুলোর কথা ছেড়ে দিলাম, জাতীয় সংগীতের এত চরম অপমান আগে দেখিনি। রবীন্দ্রনাথের লেখা সেই গানটার প্রথম স্তবক। জাতীয় সংগীত৷ এই দেশের কিছু মানুষের মনে একটা দুঃস্বপ্নে পরিণত হল। অথচ এই গান মুসলমান ভাইবোনেরা এমনিতেই গেয়েছেন আমাদের সঙ্গে, মিছিলে, মিটিং-এ, পার্ক সার্কাসে৷

২) যেভাবে বন্ধুদের ট্যাগ করে নিশ্চিন্ত মানুষ অমুক চ্যালেঞ্জ তমুক চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ফেসবুকে আর একটা চেইন তৈরি হয় , সেভাবে মুসলমান নেটিজেনরা ভাই-বোন-বন্ধুদের ট্যাগ করে করে চেইন তৈরি করছেন। সব পোস্টের বক্তব্য এক। 'আমি অমুক, আমার পরিবারবর্গ তমুক। আমরা মুসলমান। আসুন আমাদের মেরে ফেলুন।'

৩) দুটি অক্ষত হিন্দু দোকানের মধ্যে একটি ভাঙাচোরা মুসলমান দোকান।

৪) যুবক 'জয় শ্রী রাম' আস্ফালন সহ ভিডিও তুলছে প্রায় চার মিনিট দৈর্ঘ্যের৷ আনন্দের সঙ্গে জানাচ্ছে, ভারত থেকে 'ওদের তাড়িয়েই ছাড়ব'। দেখাচ্ছে, 'এই আগুন লাগালাম, এই ভেঙে চুরমার করলাম৷' আর বারবার বলছে 'ওদের মাকে **তে এসে গেছি'। আর বলছে, 'ওদের মাকে **তে আমাদের সঙ্গে পুলিসও এসেছে।'

ছবি ভিডিও সবাই দেখেছে। আর দিচ্ছিনা৷ একটাই ছোট প্রশ্ন। ধরা যাক, বন্দুক হাতে যুবকটির নাম শাহরুখই। অবশ্যই তাকে গ্রেফতার করা উচিত৷ কিন্তু এই যে কয়েকশ মাইল দূরে বসে আমিই এত কিছু দেখতে পেলাম, তাহলে দিল্লিতে তো আরও অনেক কিছুই দেখা যাচ্ছে টাচ্ছে। শুধু একজন শাহরুখই গ্রেফতার কেন এখন পর্যন্ত?

পঠিত : ৪৮২ বার

মন্তব্য: ০