Alapon

বিকেলের ছাদে

বিকেলবেলা ছাদের উপর
আকাশের ঠিক কাছে
অন্য ছাদে অপ্সরীরা
ঠিকি নেমে আসে।

গল্প চলে নেটের ফাঁদে
দূরের কারোর সাথে
এদিকে প্রতিক্ষার চোখ
ব্যর্থতায় ভোগে।

একদিন ঠিক বিকেল বেলা
কারেন্ট যাওয়ার পর
অপ্সরীর মোবাইল ফেলে
তাকিয়ে ছিলো, মনে হয়েছিলো
আমিই যেনো তার বর।

বর হওয়ার ভুল গল্পে
করোনা এলো ঝেঁকে
নেট দুনিয়ার অপ্সরীরা
বন্ধু পেলো, গল্প বলার
আমি এখনো কাঁধ বাকিয়ে
চেয়ে রই বেঁকে।

পঠিত : ৮৯৬ বার

মন্তব্য: ০