Alapon

হে আল্লাহ! আমাকে তোমার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নাও...


একদিন বাজারের ভেতর দিয়ে হেটে যাচ্ছিলেন হজরত উমর রা. হঠাৎ শুনতে পেলেন এক ব্যক্তি দোয়া করছে 'হে-আল্লাহ! আমাকে তোমার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নাও।

এই দোয়া শুনে হযরত উমর রা. সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন- 'তুমি এই দোয়া কোথা থেকে শিখেছো?'

উত্তরে সেই ব্যক্তি বললো- 'আল্লাহর কুরআন থেকে শিখেছি। আল্লাহ কুরআনে বলেছেন-এবং আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।

উত্তর শোনে হযরত উমর রা. কাঁদতে লাগলেন, এবং নিজেকেই নিজে বলতে লাগলেন- 'হে-উমর! মানুষ তোমার থেকে অধিক জ্ঞানি। হে-আল্লাহ! আমাকেও তোমার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নাও।'

অধিকাংশ লোক সম্পর্কে পবিত্র কুরআন বলছে -

★অধিকাংশ লোক তা জানে না।সুরা ইউসুফ ২১

★অধিকাংশ ব্যক্তিই শুকরিয়া আদায় করে না। সুরা বাকারা ২৪

★অধিকাংশ ব্যক্তিই বিশ্বাস করেনা। সুরা বাকারা-১০০

★তোমাদের অধিকাংশই অবাধ্য- নাফরমান। সুরা মায়েদা-৫৯

★ তাদের অধিকাংশই মূর্খ। সুরা আল-আনাম ১১১

★তাদের অধিকাংশই সত্য জানে না। সুরা আল আনবিয়াহ্ : ২৪

★কিন্তু তাদের অধিকাংশই তা বুঝে না। সুরা আনকাবুত :৬৩

★তাদের অধিকাংশই শয়তানে বিশ্বাসী। সুরা সাবা : ৪১

★তাদের পৃর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপদগামী হয়েছিল। সুরা আস সাফফাত :৭১

★অতপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছ, তারা শোনে না। সুরা ফুসসীলাত : ৪

★তাদের অধিকাংশই অন্ধ ও বধির হয়ে রইলো। সুরা মায়েদা : ৭১

★তাদের অধিকাংশের বিবেক বুদ্ধি নেই। সুরা মায়েদা : ১০১

★অধিকাংশ লোককেই আমি প্রতিঙ্গা বাস্তবায়নকারীরুপে পাইনি।সুরা আল আরাফ :১০২

★ অধিকাংশকেই পেয়েছি হুকুম অমান্যকারী। সুরা আল আরাফ:১০২

অল্পসংখ্যক লোক সম্পর্কে আল্লাহ তার কুরআনে বলেছেন-

★আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ। সুরা সাবাহ্ : ১৩

★অল্পসংখ্যকই তাঁর সাথে ঈমান এনেছিলো। সুরা হূদ : ৪০

★একদল পূর্ববর্তীদের মধ্য থেকে। এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্য থেকে। সুরা ওয়াকিয়াহ: ১৪

এই কঠিন পরিস্থিতিতে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে আমি কোন দলের হবো। অধিক নাকি অল্পসংখ্যক। আল্লাহ যেন আমাদেরকে তার অল্পসংখ্যক বান্দা দের দলে শামিল করে নেয়। মাহে রমজানের এই শেষ শুক্রবার আল্লাহর কাছে আমরা এই দুআই করি।হে আল্লাহ তুমি আমাদের তোমার ক্ষমাপ্রাপ্ত অল্প সংখ্যক বান্দাদের মাঝে আমাদেরও জায়গা করে দিয়ো।

# নোট - আসলে অধিকাংশ সম্পর্কে আরও অনেক আয়াত রয়েছে।

@Irfan

পঠিত : ২২৯৮ বার

মন্তব্য: ০