Alapon

ব্লগার বলেই বিয়ে ভেঙে গেলো আমার!!!

বিসমিল্লাহির রাহমানির রাহীম
অনেক দিন ব্লগিং করি না,,
সময় এবং টপিকের অভাব বোধ করছিলাম,,

সুডো ব্লগ দিয়ে আমার ব্লগিং জীবনের যাত্রা শুরু,,

এরপর সামহোয়ার ইন ব্লগ,টুডে ব্লগ,গল্প কবিতা ব্লগ,শেষ ব্লগ আলাপন ব্লগ,,,
(অবশ্য সামহোয়ারইন ব্লগে কোনো দিন লেখা হয় নি)

অনেকটা শখের বসেই অনলাইন মিডিয়াতে লেখালেখি শুরু করি, এর মধ্য অনেক পাঠকের ভালোবাসা পেয়েছি, যারা আমার লেখা পড়েছেন তাদের কাছে আজীবন কৃতজ্ঞ,,কৃতজ্ঞ যারা এসব ব্লগ চালু করেছেন তাদের প্রতি,,,
তবে এই ব্লগিং একসময় করোনা ভাইরাসের মতো আমাকে গ্রাস করবে সেটা জানা ছিলো না,,

তোমায় নিয়ে ডুবে যাবো আকাশে,
তোমায় নিয়ে উড়ে যাবো পানিতে,,
তোমার জন্যে বুড়িগঙ্গার কালো পানি হয়ে যাবে কোক
তোমার জন্যে লিখছি আমি আবোল তাবোল শ্লোক,,

জীবন সংগী নিয়ে এই ধরনের হাজারো কল্পণা আমাদের মনে ঘুরপাক খায়, ,
কেউ আবার সেসব অনলাইন মিডিয়াতে শেয়ার করে মনের খোরাক জোগায়,,

জীবন সংগী নিয়ে আমি এইসব শেয়ার করেছি কিনা আমার মনে পড়ছে না, যদিও করে থাকি সেটা নিতান্তই,,,,,,, আচ্ছা আমার সঠিক জানা নেই,,,

কিন্তু এই ব্লগিং করার কারণেই কিনা আমার বিয়ে গেলো ভেঙে!!!

বিশ্বাস করেন রাসেল ভাই এই কথা শুনার জন্যে আমি মোটেও প্রস্তুত ছিলাম না,,

ছেলে হিসেবে আমার কোনো ত্রুটি (বিয়ের ব্যাপারে যা খোজা হয় আর কি) খুঁজে পাননি কনে পক্ষের কেউ,,
অনেকটা নিশ্চিত বলা চলে বিয়ে,,
কনে পক্ষের সবার পছন্দ হয়েছিলো আমাকে,
আমার পরিবার আমার সব কিছু,,
বাঁধ সাধলো মেয়ের বড় বোনের স্বামী,
(এই সেই লোক যে কিনা বিয়ে দেওয়ার ব্যাপারে সবচেয়ে ছিলো আগ্রহী)
কিন্তু হায়,
এই লোক আমার একটা ত্রুটি বের করেছেন,, ছেলের সব কিছুই ঠিক আছে,,, কিন্তু ছেলে ব্লগার,,, এই কারণেই বিয়ে হবে না,,

ফেসবুকে আমার প্রোফাইলে রাইটার এট আলাপন ব্লগ, রাইটার এট টুডে ব্লগ লেখা দেখেই আমি হয়ে গেলাম ভালো মনমানষিকতা থেকে নেমে দেশ ইসলাম ও জনগণের একমাত্র প্রধান শত্রু,,????????????

এই ২০২০ সালে এসে ব্লগারদের নিয়ে মানুষের এই নিচু মন মানষিকতা!!!

ব্লগার বলতে তিনি বুঝেছেন,, আমি থাবা বাবা,, অভিজিৎ,, এই রকমের,,

আমার অনলাইন জীবনে আমি আল্লাহ ও তার নবী রাসূল সম্পর্কে একটা বাজে কথা লিখেছি কিনা আমার জানা নাই,,,

অনলাইনে কতো ইসলাম বিরোধীতাকারীদের প্রশ্নের জবাব দিয়েছি তা গুনে শেষ করতে পারবো না,,আস্তিক নাস্তিকদের আলোচনা নিয়ে বিশাল এক ফেসবুক গ্রুপের মডারেটর হিসেবেও দায়িত্ব পালন করেছি অনেক দিন , কিন্তু আজ ব্লগার বলেই আমি হলাম নাস্তিক, আমি হলাম ইসলাম বিরোধী,,

নিজের দেশর ক্ষতি চাইবো এমন টা স্বপ্নেও ভাবি নি কখনও কিন্তু আজ ব্লগার বলে,, আমি দেশ ও জনগণের শত্রু,,,

এই মিথ্যা অপবাদের জন্যে যেমনটা নিচু মনে হচ্ছে নিজের কাছে,, আবার অন্যদিকে নিজেকে খুব উঁচু মানের ব্লগার ও মনে হচ্ছে,,,(যদিও আমি মোটেও তা নই)।

ভাগ্যিস হুমায়ন আহামেদ এই সময়ে জন্ম নেন নি,,তাহলে তিনিও হতে পারে, এমন একটা পরিস্থিতির স্বীকার হতেন,,,

সারা জীবন দেখলাম, প্রেম, চরিত্র, টাকা, দেনমোহর,যৌতুক, চিংড়ি, ফার্নিচার, গরুর গোশত এসবের জন্যে বিয়ে ভেঙে যায়,,
আর আমার হলো লেখালেখি,,
দুঃখিত লেখালেখি না ব্লগিং,
ব্লগাররা তো আর লেখকের পর্যায়ে পড়ে না,,, ওরা পড়ে থাকে মানুষের ঘৃণার জগতে,,অবশ্য কুলষিত মনওয়ালা মানুষের ঘৃণার জগতে,,,

মোরাল অব দ্যা সত্য ঘটনা : ধুর ব্লগারদের আবার মোরাল,,

পরিবর্তন হোক মানুষের চিন্তার,,,এই আশা আমাদের,,,
কিন্তু সন্দেহ আদো কি তা হবে!!!????????????

তবুও উপরের রবের কাছেই আমার চাওয়া,,,

পঠিত : ৮৫৬ বার

মন্তব্য: ০