Alapon

মহান আল্লাহই সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী..


পরিচিত এক ভাইয়ের কথা বলি। ছোটবেলা থেকেই তিনি খুব ভালো ছাত্র ছিলেন। নামকরা ভালো ছাত্র বলতে যা বুঝায়, তিনি তা-ই ছিলেন। সে কারণে তাকে নিয়ে সবার আশাটাও একটু বেশিই ছিল। এছাড়া তিনি নিজেও আত্মবিশ্বাসী ছিলেন যে, কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তো অবশ্যই চান্স পাবেন।

কিন্তু সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষে দেখা গেল, তিনি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়েও চান্স পাননি। দু-একটাতে ওয়েটিং লিস্ট ছিলেন, কিন্তু পরবর্তীতে আর খোঁজ-খবর না রাখায় সেই সুযোগও হাত ছাড়া হয়ে যায়। পরে বাধ্য হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। সাবজেক্ট নিলেন, ইংরেজি!

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও, পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেললেন। মোদ্দাকথা তিনি জীবনের প্রতিই আগ্রহ হারিয়ে বললেন। দেখা হলে বলতেন, ‘শালা জীবনটাই শেষ! জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানুষ পড়ে রে! আমার বেঁচে থাকাটাই অর্থহীণ।’

এরপর কেটে গেছে বহুদিন! অনেকদিন পর সেই ভাইয়ের সাথে দেখা হল। জিজ্ঞেস করলাম, ‘কোথায় আছেন? কী করছেন?’
তিনি মুচকি হাসি দিয়ে বললেন, ‘বললে হয়তো বিশ্বাস করবি না। আমি এখন একটা সরকারি কলেজে লেকচারার হিসেবে আছি।’
কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলাম, ‘পুরো ঘটনাটা খুলে বলুন তো!’

তিনি বললেন, ‘ভালো ছাত্র হওয়ায় সবসময় সবার গুরুত্ব পেয়ে এসেছি। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার কারণে সেই গুরুত্বটা হুট করেই যেন বিলীণ হয়ে গেল। এমনকি যে বন্ধুরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল, ওরা যেন আমাকে আর মানুষ ভাবতেই পারছিল না। দেখা হলে কেমন যেন তুচ্ছ তাচ্ছিল্য করতো! তাদের সেই তুচ্ছ-তাচ্ছিল্যই আমাকে ক্যারিয়ার মুখি করে তুলল। বন্ধুদের সব যোগাযোগ বন্ধ করে দিলাম এবং পড়াশোনার প্রতি মনোযোগি হলাম। তারপর বিসিএস দিয়ে এখন আমি সরকারি কলেজের লেকচারার।’

তিনি আরও বললেন, ‘তবে একটা কথা কী জানিস, আসলে আল্লাহই সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। আমি বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ভেবেছিলাম, আল্লাহ আমার কপালে এই দূর্গতি দিলেন কেন? আর আমার সাথেই বা এমন হতে হবে কেন? কিন্তু এখন বুঝতে পারছি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমার জন্য উত্তম কিছু ছিল না। যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতাম তাহলে হয়তো মিথ্যে আত্মঅহংকারে পা মাটিতেই রাখতাম না। ‘আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র’- এটা ভেবেই গায়ে বাতাস লাগিয়ে বেড়াতাম। আর পড়াশোনা করতাম এভারেজ! যা না করলেই নয়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে আমার ভিতরে সবসময় একটা জিদ কাজ করেছে। আমাকে এভারেজ রেজাল্ট করলে হবে না, সেরা রেজাল্টটাই করতে হবে। আর এই মানসিকতার কারণে আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি। আর এই পরিশ্রমের ফলাফল তো দেখতেই পাচ্ছিস! আর যেসব বন্ধুরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল, তাদের কথা আর নাইবা বলি! তাদেরই কতকজন এখন বলে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি ঠিকই! কিন্তু পড়াশোনাটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত না করে অন এভারেজ করেছি। আর তার ফলাফলও ভোগ করছি।’

আর এভাবেই আমি সূরা আনফালের ৩০ নাম্বার আয়াতের প্রমাণ পেয়েছি। যেখানে বলা হয়েছে, ‘আল্লাহই উত্তম পরিকল্পনাকারী ‘

পঠিত : ৩৯২ বার

মন্তব্য: ০