Alapon

সংবিধান সবার ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য...


আপনার যদি জিন্স পড়ার অধিকার থাকে ৷ তাহলে অন্য কারও বোরখা পড়ার অধিকার থাকা উচিত ৷ বাংলাদেশের সংবিধানের ২৬ থেকে ৪৭ নং অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারগুলো সকলের জন্য সমানভাবে প্রযোজ্য ৷ এখানে চিকনা-মোটা, কালো-ধলা, গরীব-ধনী, অশিক্ষিত-শিক্ষিত, মজুর-সাহেব, হুজুর- সেক্যুলার বিবেচনায় পার্থক্য করার কোনো সুযোগ নেই ৷ আপনি যদি এটা না মানেন তবে আপনি সংবিধানের মূল স্পিরিটকেই লঙ্ঘন করছেন যা স্পষ্টতই বেআইনী ৷ ক্ষেত্রবিশেষে শাস্তিযোগ্য অপরাধ ৷

আমাদের সেক্যুলার সংবিধানেও পোশাক ও ধর্ম চর্চার অধিকার (৪১ নং অনুচ্ছেদে বর্ণিত ) ব্যক্তিগত মৌলিক অধিকার বলে স্বীকৃত ৷ তাহলে কে বোরখা পড়েছে, কে জিন্স পড়েছে- এগুলো নিয়ে আপনি কেন কথা বলছেন ? এটা তো ব্যক্তি অধিকারের লঙ্ঘন ৷ যা সভ্য মানুষের জন্য অরুচিকর ব্যাপার ৷ হুজুরের ওয়াজে মেয়েদের জিন্স পড়া নিয়ে কথা বলার সমালোচনা করে নিজেই যখন অপরজনের বোরখা পড়া নিয়ে বিষেদাগার করেন তখন স্পষ্টতই আপনার দ্বিচারিতা প্রকাশ পায় ৷ আপনাকে একটা নীতিতে থাকতে হবে ৷ দ্বিচারিতা আপনার প্রগতিশীল নীতিগুলোকেও প্রশ্নবিদ্ধ করে তুলবে ৷

আপনি সংস্কৃতির কথা বলছেন ৷ বলছেন বোরখা আরবীয় সংস্কৃতি ৷ আমাদের সংস্কৃতি নয় ৷ এজন্য এদেশের সংস্কৃতির অবক্ষয়ে আপনার অন্তর্জ্বালা হয় ৷ কিন্তু আপনি একটু ধীর-স্থির হয়ে বসুন ৷ আপনাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি, " আচ্ছা, সংস্কৃতি কি স্থির বিষয় নাকি পরিবর্তনশীল ? সংস্কৃতি কি মানুষের পছন্দ তৈরী করে নাকি মানুষের পছন্দ আর অভ্যাসই সংস্কৃতি তৈরী করে ?" হাজার হাজার বছর ধরে অসংখ্য মানুষের রুচি-অভ্যাস, আচার-আচরণ গ্রহণ ও বর্জনের ফলে কোন একটা ভৌগলিক অঞ্চলের সংস্কৃতি গড়ে উঠে ৷ এ সংস্কৃতি গড়ে উঠার প্রক্রিয়ায় মানুষই নির্ধারণ করবে, কোনটা সে গ্রহণ করবে, কোনটা সে বর্জন করবে ৷ এটা বাইরে থেকে সোশ্যাল পুলিশিং এর মাধ্যমে আপনি আমি নির্ধারণ করে দিতে পারি না ৷ যদি সেটা করি তবে আপনি আমি সমাজ বিকাশের অন্তরায় হিসাবে কাজ করবো ৷ যা কখনও কাম্য নয় ৷

এ বিশ্বায়নের যুগে যে কোনো দেশের সংস্কৃতির উপাদান আমাদের সংস্কৃতিতে যোগ হতে পারে ৷ এটা দোষের কিছু না ৷ আমাদের বিবেচ্য বিষয় হওয়া উচিত, নতুন যোগ হওয়া অন্য সংস্কৃতির উপাদান আমাদের জন্য ভালো নাকি খারাপ ৷ সে বিবেচনায় বোরখা আর জিন্স দুটোই ভিন্ন সংস্কৃতির ৷ তাহলে বোরখার সমালোচনায় আপনি সরব হলেও জিন্সের সমালোচনায় নিরব কেন ? বোরখার তুলনায় জিন্স কি এদেশের মানুষের মনস্তত্ত্বের সাথে অধিক যুতসই ? জিন্স পড়লে সংস্কতির অবক্ষয় না হলে বোরখা পড়লে অবক্ষয় হবে কেন ? এ প্রশ্নগুলোর উত্তর খোঁজ করলে আপনার দ্বিচারিতা উন্মোচিত হয়ে পড়বে ৷ তাই, নিজের সম্মান রক্ষার্থে হলেও চুপ থাকুন ৷ মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা বন্ধ করুন ৷ ব্যক্তিগত বিষয় ছাড়াও দেশে হাজারটা ইস্যু আছে, যেগুলো নিয়ে কথা বলা যায় ৷ সেগুলো নিয়ে কথা বলুন ৷

- Bablu

পঠিত : ৩৮৫ বার

মন্তব্য: ০