Alapon

বানভাসি

একটু খানি বৃষ্টিতে যায় ভেসে,


নদী গুলো প্রাণ পায় ওঠে হেসে।


গরিব দুঃখি গ্রাম বাসি যায় ভেসে,


শহরে দেখি পানি বাধা বন্যা বেসে।


 


দেশের কথা দশের কথা কে ভাবে,


দেশের জন্য কাজ করে লাভ দেখে।


জন নেতা ভাবে না'তো সবার কথা,


মঞ্চে উঠে ভাষণ দেয় সব দেখে।


 


অাজকে দেখো কত মানুষ না খেয়ে,


বাদল দিনে তাদের কথা ভাবছো কি?


এই বৃষ্টি বন্যা দিনে সুখে যারা


অসহায়কে হাত বাড়িয়ে দিচ্ছো কি?


 

পঠিত : ৬৬৩ বার

মন্তব্য: ০