Alapon

মানুষও আল্লাহর কাছে মূল্যবান!

গাজার আসরে বসে আছি। গাজার পাতা কুচিকুচি করে কেটে পুরিয়া বানানো হচ্ছে। গভীর মনোযোগের সহীত কাজটি করে যাচ্ছেন পূর্বপরিচিত এক ভাই। এই আসরে সম্ভবত আমার বয়সই সবচে কম।


ক্রিকেট খেলতে গিয়ে মানুষগুলোর সঙ্গে আমার পরিচয় হয়। সেই পরিচয় থেকে আন্তরিকতা। আন্তরিকতা থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই সম্পর্কের জোরে মানুষগুলোর সঙ্গে কখনো কখনো আড্ডা দেই। তেমনি আড্ডা দিতে এসে তাদের গাজার আসরে বসে পড়লাম।


গাজার পাতা ডলতে ডলতে এক ভাই বললেন, `তোমাকে দুইটা প্রশ্ন করব! প্রশ্ন শুনে আবার আমাকে নাস্তিক মনে করিও না।’
- হুম, করব না। 
বললেন, ‘নেশা করতে আল্লাহ নিষেধ করেছেন কেন?’
প্রশ্ন শেষ হলে তিনি আবারো বললেন, ‘কোরআনের আয়াত কিংবা হাদীস দিয়ে উত্তর দেবার দরকার নেই। এগুলো আমি জানি। তোমার কাছে ভিন্ন কোন উত্তর থাকলে দিতে পারো নচেৎ উত্তর দেবার দরকার নেই।’



ভাইটির সামনে তার সদ্যক্রয়কৃত আইফোন-৬ মোবাইলটি রয়েছে। তার মোবাইলটি হাতে নিয়ে বললাম, ‘মোবাইল ডিভাইসের সুরক্ষার জন্য কোম্পানীগুলো প্ল্যাস্টিক কিংবা অন্যকিছু দ্বারা আকর্ষনীয় ক্যাচিং এ বাজারজাত করে থাকে। যাতে ডিভাইসটি দেখতেও সুন্দর হয় আবার সুরক্ষিতও থাকে। এরপরও আপনি মোবাইলের সুরক্ষার জন্য পিছনে কভার লাগিয়েছেন। স্ক্রীনের সুরক্ষার জন্য স্ক্রীন পেপার লাগিয়েছেন। বলেন তো কেন লাগিয়েছেন?’


তিনি গাজার পুরিয়ায় আগুন ধরাতে ধরাতে বললেন, ‘তুমিই বল।’
বললাম, ‘কারণ ডিভাইসটি আপনার কাছে মহামূল্যবান সম্পদ। ৬০-৬৫ হাজার টাকা দিয়ে আপনি মোবাইলটি ক্রয় করেছেন। তাই অ্যাপলের এত্তো দামী ক্যাচিং থাকা স্বত্বেও আপনি আরো একটি কভার লাগিয়েছেন।’


তেমনি প্রত্যেক মানুষই আল্লাহপাকের কাছে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সম্পদ। আপনি যেমন চাননা আপনার ৬০-৬৫ হাজারটাকা দামী মোবাইলটি কোন ক্ষতি হোক। নেশা মানেই ক্ষতি। নেশা মানেই ধ্বংস। তেমনি আল্লাহপাকও চান না তাঁরই সৃষ্টি মানুষের কোন ক্ষতি হোক। একারণেই আল্লাহপাক চান না, মানুষ নেশা করুক!


উত্তর শেষ করতে করতে গাজার আসর বেশ জমে উঠেছে! গাজার ‍উৎকট পোড়া গন্ধ চারদিকে ছড়িয়ে পড়তে লাগল। কুন্ডলি পাকিয়ে গাজার ধোঁয়া গুলো বাতাসের সাথে ভাসতে লাগল। ভাসমান ধোঁয়াগুলো বাতাসের সাথে মিলিয়ে যেতে লাগল। আর আমিও অন্ধকারের পথে মিলিয়ে যেতে লাগলাম। জানি না সে উত্তর তার মনোপুত হয়েছিল কিনা! যে কারণেই হোক আল্লাহর রহমে সে মানুষটি আজ গাজা খাওয়া ছেড়ে দিয়েছেন। এতোটুকুই আনন্দের! আলহামদুলিল্লাহ।


পঠিত : ৬৮৪ বার

মন্তব্য: ০